1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

রাজাকে বুকে নিয়ে থেমে গেল সোনার সিঁড়ি

৯ অক্টোবর ২০১৭

সৌদি রাজার বিদেশ সফর মানে বিশাল ব্যাপার৷ বড় বিমানে বিশাল দল নিয়ে যাত্রা করেন তিনি৷ সঙ্গে থাকে বিলাসিতার সব সরঞ্জাম৷ এমনকি বিমান থেকে নামার চলন্ত সিঁড়ি অবধিও থাকতে হয় সোনায় মোড়া৷

https://p.dw.com/p/2lUDs
ছবি: picture-alliance/AP Photo/Saudi Press Agency

বাদশাহ সালমানের সোনার সিঁড়ি নিয়ে আলোচনা আগেও হয়েছে৷ কিছুদিন আগে ইন্দোনেশিয়ায় নিয়ে যাওয়া হয়েছিল সেটি৷ কিং বিমান থেকে সেই সিঁড়িতে ওঠামাত্রই সিঁড়ি চলতে শুরু করে৷ আর রাজা রাজার হালেই নামেন সেটিতে চেড়ে৷

কিন্তু বুধবার বেঁধেছে বিপত্তি৷ কিং সালমান গেছেন রাশিয়ায়৷ যথারীতি বিমান থেকে নামতে উঠেছেন তাঁর শখের সোনার সিঁড়িতে, যা কিনা আগে থেকেই মস্কোতে নিয়ে রাখা হয়েছিল তাঁর জন্য৷ সাধারণ সিঁড়িতে করে তিনি নামবেন না৷ কী আর করা যাবে৷

সবকিছু ঠিকই ছিল৷ কিন্তু মাঝপথেই রাজার সাধের সিঁড়ি গেল থেমে৷ অবশ্য রাজা তাৎক্ষণিক কোন প্রতিক্রিয়া দেখাননি তাতে৷ বরং কয়েক সেকেন্ড ঠায় দাঁড়িয়ে ছিলেন সিঁড়ির মাঝখানে৷ কিন্তু সিঁড়ি যে আর চলে না৷ ফলে কদম ফেলে নামতে হলো তাঁকে৷

সৌদি কিংয়ের সিঁড়ি বিগড়ে যাওয়ার বিষয়টি নিয়ে ইন্টারনেটে অনেকেই মজা করছেন৷ আর সেই ঘটনার ভিডিও হয়ে গেছে ভাইরাল৷ দেখতে চাইলে ক্লিক করুন উপরের ভিডিওতে৷

এআই/জেডএইচ

 

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য