1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

রাজনৈতিক দলগুলোর তহবিল স্বচ্ছ হওয়া উচিত

২০ মে ২০১০

বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর তহবিলের স্বচ্ছতা থাকা উচিত বলে মন্তব্য করেছেন জার্মান শিক্ষাবিদ উলরিশ ফন আলেমান৷ তিনি ডয়চে ভেলেকে বলেছেন, দুর্নীতির বিরুদ্ধে বাংলাদেশকে দীর্ঘকালীন যুদ্ধ করতে হবে৷ আর সংসদকে করতে হবে কার্যকর৷

https://p.dw.com/p/NStI
উলরিশ ফন আলেমানছবি: DW

উলরিশ ফন আলেমান জার্মান রাজনীতির একজন বিশ্লেষক৷ রাজনৈতিক দল, তহবিল আর দুর্নীতি নিয়ে তাঁর গবেষণা বিশ্বনন্দিত৷ রাজনীতি বিজ্ঞানের এই অধ্যাপক জার্মানীর ডুসেলডর্ফ শহরের হাইনরিশ হাইনে বিশ্ববিদ্যালয়ের ভাইস প্রেসিডেন্ট৷ চার দিনের ঢাকা সফরে এসে কথা বলেছেন ডয়চে ভেলের প্রতিনিধিকে৷

ফন আলেমান জানান, বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর তহবিল স্বচ্ছ হওয়া উচিত৷ কোথা থেকে অর্থ আসে, কারা অনুদান দেয়, কিভাবে খরচ হয়, এসব কিছু জানার অধিকার রয়েছে দেশের ভোটার ও সাধারণ মানুষের৷ তবে এ স্বচ্ছতা কিভাবে নিশ্চত করা হবে তা এদেশকেই ঠিক করতে হবে৷

ফন আলেমান ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল জার্মানীর একজন উপদেষ্টা৷ তিনি জানান, দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ এক দীর্ঘ প্রক্রিয়া৷ জার্মানীতে দু'শ বছর ধরে এই যুদ্ধ চলেছে৷ জার্মানী কিছুটা সফল হলেও এখনো অনেক কিছু করার আছে৷ তাঁর মতে বাংলাদেশকেও দুর্নীতির বিরুদ্ধে দীর্ঘকালীন যুদ্ধ করতে হবে৷ এ যুদ্ধ হবে আরও বড় এবং তা এগিয়ে নিতে হবে৷

বাংলাদেশের সংসদীয় গণতন্ত্র নিয়েও কথা বলেন এই শিক্ষাবিদ৷ তিনি বলেন, সংসদীয় গণতন্ত্রে সংসদ আলোচনা, বিতর্ক এবং মতামত দেয়ার মুক্ত জায়গা৷ সেই জায়গাকে রাজনৈতিক আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত করতে হবে৷ তার মতে, সংসদের কাজ কারবার নিয়ে সাধারণ মানুষ ও সংবাদ মাধ্যমকেও কথা বলতে দিতে হবে৷

তবে উলিরশ ফন আলেমান বাংলাদেশের রাজনৈতিক ব্যবস্থা নিয়ে আশাবাদী৷ তার মতে, তিনি বাংলাদেশে এই সংক্ষিপ্ত সফরে দেখেছেন সবাই রাজনীতি নিয়ে মুক্তভাবে কথা বলেন৷ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা একই টেবিলে বসে আলোচনায় অংশ নেন৷ যা তার পছন্দ হয়েছে৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: অরুণ শঙ্কর চৌধুরী