1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

রমিজাকে বাড়িতে তুলে দিলেন প্রধানমন্ত্রী

১ এপ্রিল ২০১১

আজ শুক্রবার কোনো খবরই পত্রিকার পাতায় এককভাবে জায়গা করে নিতে পারেনি৷ তাই একেক কাগজে একেক বিষয়ে প্রধান প্রতিবেদন ছাপা হয়েছে৷

https://p.dw.com/p/10lcO
প্রধানমন্ত্রী শেখ হাসিনাছবি: DW

যেমন প্রথম আলোর প্রধান প্রতিবেদন সিভিল সার্ভিস অ্যাক্টের খসড়া নিয়ে যেটা প্রায় চূড়ান্ত হয়ে গেছে৷ পত্রিকাটি বলছে এর ফলে নাকি প্রশাসনে চুক্তিভিত্তিক নিয়োগের সুযোগ আরও বাড়বে অর্থাৎ সরকারের রাজনৈতিক ইচ্ছাপূরণের সুযোগ বাড়বে বলেই ধারণা পত্রিকাটির৷ সমকাল বলছে সংবিধান সংশোধন প্রশ্নে বিএনপি সংসদে ঝড় তুলবে৷ হরতালও দেবে৷ ডেইলি স্টার লিবিয়া ফেরত শ্রমিকরা কীভাবে সীমান্ত পাড়ি দিয়েছে সেই বর্ননা ছেপেছে৷ ইত্তেফাক মধ্যপ্রাচ্যে অস্থিরতার কারণে জনশক্তি রপ্তানিতে ধস নামবে বলে আশঙ্কা করছে৷ আর যুগান্তর বলছে প্রতিবন্ধী কল্যাণের নামে লুট হচ্ছে কোটি কোটি টাকা৷

রমিজা

এটা একটা বিরল ভালবাসার গল্প৷ ঘটনার শুরু গত বছরের জুনে৷ সেসময় কালের কন্ঠে একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছিল৷ তাতে বলা হয়েছিল যে, ময়মনসিংহের গফরগাঁওয়ের এক গরিব ভ্যানচালক হাসমত আলী বঙ্গবন্ধুর অন্ধভক্ত ছিলেন৷ তাই বঙ্গবন্ধু নিহত হওয়ার পর তিনি বহু কষ্টে টাকা জমিয়ে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার জন্য এক টুকরো জমি কিনেছিলেন৷ যদিও নিজের ছেলের জন্য কোনো জমি রেখে যেতে পারেন নি হাসমত৷ আর তার স্ত্রী রমিজা ঢাকায় বস্তিতে থেকে ভিক্ষা করে৷ এই খবর প্রকাশের পর প্রধানমন্ত্রী আবেগাপ্লুত হয়ে জমিটি রমিজার নামে করে দেয়া সহ সেখানে একটি বাড়ি করে দেন৷ সেই বাড়িতেই রমিজাকে তুলে দিতে প্রধানমন্ত্রী কাল গফরগাঁও গিয়েছিলেন৷

বিশ্বকাপ

ইত্তেফাক ফাইনালের প্রস্তুতি নিয়ে প্রতিবেদন ছেপেছে৷ সমকাল বলছে পাকিস্তানকে হারিয়ে ভারত জুড়ে এখনও আনন্দের রেশ বয়ে যাচ্ছে৷ তবে কালের কন্ঠ একটি অন্যরকম খবর দিয়েছে৷ সেটা ফাইনালের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে৷ মুম্বই পুলিশ নাকি সম্ভাব্য শত্রু হিসেবে টার্গেট করেছে অনলাইনে ফাইনালের টিকিট কাটা শ-পাঁচেক বাংলাদেশি ও পাকিস্তানি দর্শককে! ভারতের সংবাদ সংস্থা পিটিআই'এর বরাত দিয়ে কালের কন্ঠ এই খবর দিয়েছে৷ যুগান্তরের প্রতিবেদনে ফাইনাল নিয়ে ভারতের সাবেক খেলোয়াড়দের মন্তব্য ছাপা হয়েছে৷

গ্রন্থনা: জাহিদুল হক

সম্পাদনা: ফাহমিদা সুলতানা