1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

রক এন্ড রোল সংগীতের পথপ্রদর্শক চাক বেরি

২১ অক্টোবর ২০১০

রক এন্ড রোল সংগীত জগতের এক অনন্য ব্যক্তিত্ব চাক বেরি৷ রক এন্ড রোল সংগীতের পথ প্রদর্শক হিসাবে খ্যাত চুরাশি বছর বয়স্ক এই মার্কিন সংগীত তারকা, এখনো অসংখ্য রক সংগীতানুরাগিদের মুগ্ধ করেন৷

https://p.dw.com/p/Pjj8
চাক বেরিছবি: AP

সুরকার, গীতিকার, গিটার বাদক ও গায়ক, চার্লস এডওয়ার্ড অ্যান্ডার্সন বেরি ওরফে চাক বেরির জন্ম ১৯২৬ সালের ১৮ অক্টোবর অ্যামেরিকার মিসৌরি রাজ্যের সেন্ট লুইজ শহরে৷ হাই স্কুলে গান ও গিটার বাজানোয় তালিম নেন তিনি৷ ১৯৫১ সালে একটি বেতার কেন্দ্রের দ্বাররক্ষী হিসেবে কাজ করার সময় একজন সংগীত শিল্পীর কাছ থেকে একটি ইলেক্ট্রিক গিটার কেনেন৷ সেই সাথে একটি টেইপ রেকর্ডার৷ আর তখন থেকেই তিনি তাঁর নিজস্ব সংগীত রেকর্ড করতে শুরু করেন৷ ১৯৫২ সালে সেন্ট লুইজে ‘হাফ'স গার্ডেন' নামে একটি ক্লাবে তাঁর প্রথম কন্সার্ট পরিবেশিত হয়৷ তার পর থেকেই ছড়িয়ে পড়ে তাঁর জনপ্রিয়তা৷ অসংখ্য টেলিভিশন শোর মধ্য দিয়ে তিনি পান এক অসাধারন সাফল্য৷ ১৯৫৫ সালে তাঁর অ্যালবাম ‘মেবেলিন' তাঁকে এনে দেয় আন্তর্জাতিক খ্যাতি৷

পঞ্চাশের দশকে চাক বেরির অসাধারন সংগীত পরিবেশনা, শ্বেতাঙ্গ ও কৃষ্ণাঙ্গ শ্রোতাদের বিভাজনকে দূরে সরিয়ে রেখেছিল৷ রক সংগীতের আদর্শ হয়ে ওঠেন তিনি৷ সংগীত জগতের একাধিক প্রজন্মের বহু খ্যাতিমান সংগীত শিল্পী গেয়েছেন তাঁর গান৷ চাক বেরির সংগীত দিয়েই ‘দা রোলিং স্টোনস' এর যাত্রা শুরু৷ বিটেলস এর জন লেনন একবার বলেছিলেন ‘চাক বেরি না থাকলে হয়ত আমাদের সংগীত জীবন শুরুই হোত না'৷ দা বিইচ বয়েজ, এলভিস প্রেসলি, জিমি হেন্ড্রিক্স, এরিক ক্ল্যাপ্টন থেকে শুরু করে এসিডিসি, ব্রুস স্প্রিংস্টিন, সায়মন অ্যান্ড গার্ফাঙ্কেল এবং আরো বহু সংগীত শিল্পী চাক বেরির সৃজনশীল সংগীত কর্মে প্রভাবিত হয়েছেন৷

বহু সম্মাননায় ভূষিত হয়েছেন তিনি৷ তার মধ্যে উল্লেখযোগ্য ১৯৮৫ সালে ‘ব্লুস হল অফ ফ্যাম' এবং ১৯৮৬ সালে তাঁকে প্রথম সদস্য হিসাবে ‘রক এন্ড রোল হল অফ ফ্যাম' এ অভিষিক্ত করা হয়৷ ২০০৮ সালে জার্মানিতে সারা জীবনের সংগীত কর্মের জন্য ‘গোল্ডেন ক্যামেরা' পুরষ্কারে ভূষিত করা হয় তাকে৷

চাক বেরি যেখানেই কনসার্ট করেছেন সেখানেই শ্রোতারা আনন্দে আত্মহারা হয়েছেন৷ তাঁর ব্যাতিক্রম ধর্মী ও দক্ষ গিটার পরিবেশনা এবং সেই সাথে তাঁর স্বতঃস্ফুর্ত ও প্রাণবন্ত সংগীত মুগ্ধ করেছে অসংখ্য রক সংগীতানূরাগিদের৷ রক এন্ড রোল সংগীতের পথ প্রদর্শক চুরাশি বছর বয়স্ক এই কিংবদন্তি সংগীত তারকা এখনও একের পর এক কনসার্ট করছেন, ঘুরে বেড়াচ্ছেন এক দেশ থেকে অন্য দেশে৷

প্রতিবেদন: মারুফ আহমদ

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক