1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

রংপুরে রেল দুর্ঘটনা, নিহত অন্তত ১

৩ অক্টোবর ২০১৯

ট্রেনের ইঞ্জিন পরিবর্তন করার সময় জোরে ধাক্কা দেয়ায় রংপুরের কাউনিয়া রেলওয়ে জংশনে অন্তত একজন মারা গেছেন৷ এ ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন বলেও খবর পাওয়া গেছে৷

https://p.dw.com/p/3QgiT
প্রতীকী ছবিছবি: bdnews24.com/Mustafiz Mamun

ডয়চে ভেলের কন্টেন্ট পার্টনার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম  রংপুরের স্টেশনমাস্টার সারওয়ার আলমকে উদ্ধৃত করে জানিয়েছে, বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে৷

সান্তাহার থেকে ছেড়ে আসা পঞ্চগড়গামী উত্তরবঙ্গ মেইল কাউনিয়ায় আসার পর ইঞ্জিন ঘুরিয়ে নিতে হয়৷

স্টেশনমাস্টার জানান, ‘‘ইঞ্জিন ঘুরে আসার পর দাঁড়িয়ে থাকা বগিগুলোর পেছনে সজোরে ধাক্কা দেয়৷ তাতে দুটি বগি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং হতাহতের ঘটনা ঘটে৷''

ইঞ্জিন ঘুরিয়ে আনার সময় ট্রেন সাধারণত খুব ধীর গতিতে চলে৷ তবে এই ইঞ্জিন কেন দাঁড়িয়ে থাকা বগিতে এত দ্রুতগতিতে ধাক্কা দিলো, তা এখনো জানা যায়নি৷

ঘটনাস্থল থেকে একজনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস৷ আহত অন্তত ২০ জনকে আশেপাশের হাসপাতালে পাঠানো হয়েছে৷

এডিকে/এসিবি (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)