1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে বাংলাদেশের অবস্থান তৃতীয়

১ জানুয়ারি ২০১১

চলে যাওয়া বছরের সালতামামিতেই সাজানো হয়েছে আজকের পত্রিকাগুলো৷ তবে একেক পত্রিকার কাছে চলে যাওয়া বছরের একেকটি ঘটনা গুরুত্বপূর্ণ মনে হয়েছে৷

https://p.dw.com/p/zs9K
পোশাক কারখানায় কর্মরত এক নারীছবি: AP

যেমন বঙ্গবন্ধুর খুনিদের ফাঁসির রায় কার্যকর ও যুদ্ধাপরাধের বিচার করা গত বছরের উল্লেখযোগ্য ঘটনা বলে মনে করছে কালের কন্ঠ৷ এছাড়া মুসা ইব্রাহীমের এভারেস্ট জয়কে ২০১০ এর সেরা অর্জন বলে মন্তব্য করেছে পত্রিকাটি৷ আর ইভটিজিং ছিল অপরাধ বিষয়ক আলোচনার শীর্ষে, বলছে কালের কন্ঠ৷ ইত্তেফাকও বঙ্গবন্ধুর খুনিদের ফাঁসির রায় কার্যকরের ঘটনাকে বছরের উল্লেখযোগ্য ঘটনা বলছে৷ পত্রিকাটি বলছে এর মাধ্যমে জাতির দায়মুক্তি ঘটেছে৷ এদিকে যুগান্তরের আজকের প্রধান শিরোনাম ‘সরকারের ব্যর্থতায় হতাশ দেশের সাধারণ মানুষ'৷ আর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের চোখে মুহাম্মদ ইউনূসকে নিয়ে বিতর্কের ঘটনাটি অন্যতম গুরুত্বপূর্ণ ঘটনা৷ আর রাজনীতির ক্ষেত্রে খালেদার বাড়ি প্রসঙ্গটি উল্লেখযোগ্য মনে করছে বিডিনিউজ৷

২০১১ কেমন হবে?

সমকাল এ বিষয়টি নিয়ে তাদের মূল প্রতিবেদন করেছে৷ যার শিরোনাম ‘নতুন বছরে রাজনৈতিক অস্থিরতা বাড়তে পারে'৷ পত্রিকাটি বলছে, নতুন বছরের শুরুতে পৌরসভা, ইউনিয়ন পরিষদ এবং উপনির্বাচনে ভোটযুদ্ধে লিপ্ত হতে যাচ্ছে রাজনৈতিক দলগুলো৷ তাই নির্বাচনের পরপরই নানা ইস্যুতে রাজপথ উত্তপ্ত হয়ে উঠতে পারে বলে যুগান্তর আশঙ্কা প্রকাশ করেছে৷ এদিকে ডেইলি স্টার বলছে আন্তর্জাতিক বিশ্বের সঙ্গে বন্ধুত্ব বাড়াতে আগামী বছর বেশ কয়েকটি দেশ সফর করবেন প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী৷ বিদায়ি বছরে তাদের কূটনৈতিক তৎপরতা সফল ছিল বলেও মন্তব্য ডেইলি স্টারের৷ এদিকে সমকালেরই প্রথম পাতায় বিশিষ্ট শিক্ষাবিদ মুস্তাফা নূরউল ইসলামের একটি লেখা ছাপা হয়েছে৷ সেখানে তিনি নতুন বছরে তাঁর প্রত্যাশা তুলে ধরেছেন৷ ঠিক একই ধরনের লেখা বের হয়েছে সেলিনা হোসেনেরও৷ কালের কন্ঠের প্রথম পাতায় রয়েছে লেখাটি৷ প্রথম আলোর সম্পাদকও একই বিষয় নিয়ে মন্তব্য প্রতিবেদন লিখেছেন৷

ভাল খবর

প্রথম আলো বলছে যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে এখন বাংলাদেশের অবস্থান তৃতীয়৷ সাম্প্রতিক মাসগুলোতে ইন্দোনেশিয়া আর মেক্সিকোকে পেছনে ফেলে এই কৃতিত্ব অর্জন করেছে বাংলাদেশ৷ এখন সামনে রয়েছে চীন ও ভিয়েতনাম৷ ডেইলি স্টারেও রয়েছে খবরটি৷

প্রতিবেদন: জাহিদুল হক

সম্পাদনা: রিয়াজুল ইসলাম