1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

যুক্তরাজ্য থেকে ইসরায়েলি কূটনীতিক বহিষ্কার

২৪ মার্চ ২০১০

দুবাইয়ে এক হামাস নেতার হত্যাকাণ্ডে জড়িতদের ভুয়া ব্রিটিশ পাসপোর্ট ব্যবহার করা নিয়ে উদ্ভূত পরিস্থিতিতে এক ইসরায়েলি কূটনীতিককে বহিষ্কার করল যুক্তরাজ্য৷ লন্ডনের এই সিদ্ধান্তে দুঃখ প্রকাশ করেছে ইসরায়েল৷

https://p.dw.com/p/MaS2
ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড মিলিব্যান্ডছবি: AP

ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড মিলিব্যান্ড সংসদে বলেন, দুবাই হত্যাকাণ্ডের ষড়যন্ত্রে ১২টি ভুয়া ব্রিটিশ পাসপোর্ট ব্যবহারের সাথে ইসরায়েলের জড়িত থাকার বিষয়টি বিশ্বাস করার যথেষ্ট কারণ রয়েছে৷ তাই সরকার এটিকে গুরুত্বের সাথে বিবেচনা করছে৷ ঐ ঘটনার মাধ্যমে দুই দেশের মধ্যে আস্থা ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে উল্লেখ করেন মিলিব্যান্ড৷ তিনি বলেন, ‘‘ব্রিটিশ পাসপোর্টের এরূপ অপব্যবহার অসহনীয়৷ এই ঘটনার প্রেক্ষিতে আমি ইসরায়েলি দূতাবাসকে তাদের এক সদস্যকে যুক্তরাজ্য থেকে প্রত্যাহার করতে বলেছি৷''

এছাড়া ইসরায়েল আগামীতে কখনও এই ধরণের ভুয়া ব্রিটিশ পাসপোর্ট ব্যবহারের সাথে জড়িত থাকবে না - এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা চাওয়া হয়েছে বলেও তিনি সংসদকে জানান৷ এমনকি ব্রিটিশ নাগরিকদেরকেও সতর্ক করে দেওয়া হয়েছে যে, কোন ব্রিটিশ নাগরিক ইসরায়েল সফর করলে তাদের পরিচয় এবং পাসপোর্ট হুমকির মধ্যে পড়তে পারে৷ বহিষ্কৃত ঐ কূটনীতিকের নাম এখনও প্রকাশ করা হয়নি৷ উল্লেখ্য, লন্ডন থেকে কোন ইসরায়েলি কূটনীতিককে বহিষ্কারের ঘটনা গত ২০ বছরের মধ্যে এটিই প্রথম৷

Nahost Mahmud al-Mabhuh Suspekte Flash-Galerie
দুবাই হত্যাকাণ্ডের সাথে জড়িত ইউরোপীয় পাসপোর্ট ব্যবহারকারীদের একাংশ (ফাইল ছবি)ছবি: picture alliance/dpa

লন্ডনের এই সিদ্ধান্তের প্রতিক্রিয়ায় ইসরায়েলি পররাষ্ট্র মন্ত্রী আভিগডর লিবামান বলেন, ‘‘ঐ ঘটনার সাথে ইসরায়েলের জড়িত থাকার ব্যাপারে কোন দলিল-প্রমাণ তাদের কাছে হস্তান্তর করা হয়নি৷'' তাই যুক্তরাজ্যের এমন সিদ্ধান্তে দুঃখ প্রকাশ করেন লিবামান৷ অবশ্য, লন্ডনের এই সিদ্ধান্তের জবাবে ইসরায়েল থেকে কোন ব্রিটিশ কূটনীতিককে বহিষ্কার করতে যাচ্ছে না জেরুসালেম বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র৷

ইসরায়েল বলছে, জানুয়ারিতে দুবাইয়ের একটি হোটেল কক্ষে হামাস কমান্ডার মাহমুদ আল-মাভুকে হত্যার সাথে তাদের গোয়েন্দা সংস্থা মোসাদের জড়িত থাকার কোন প্রমাণ নেই৷ তবে দুবাইয়ের পুলিশ প্রধান বলেন, এ হত্যার পেছনে ইসরায়েলের এজেন্টরা জড়িত থাকার বিষয়ে তিনি অনেকটাই নিশ্চিত এবং তিনি এর জন্য ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদকে দায়ী করেন৷

দুবাই কর্তৃপক্ষ এ হত্যাকাণ্ডে জড়িত দলটির ২৭ সদস্যের ছবি ও নাম প্রকাশ করেছে৷ তারা আরও বলেছে যে, ঐ সদস্যরা দুবাই'তে ঢুকতে ও দুবাই থেকে বেরোতে ব্রিটিশ, আইরিশ, ফরাসি, জার্মান এবং অস্ট্রেলিয়ার ভুয়া পাসপোর্ট ব্যবহার করেন৷ ইন্টারপোল ইতিমধ্যেই ঐ হত্যাকাণ্ডের সাথে জড়িত থাকার সন্দেহে তালিকাভুক্ত ২৭ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে৷

প্রতিবেদক: হোসাইন আব্দুল হাই

সম্পাদনা: সঞ্জীব বর্মন