1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

যাত্রা শুরু করল আন্তর্জাতিক মাতৃভাষা ইনষ্টিটিউট

২১ ফেব্রুয়ারি ২০১০

একুশে ফেব্রুয়ারি স্মরণে হাজার হাজার মানুষের ঢল নেমেছিল ঢাকায়৷ বিশ্বজুড়ে এই দিনটি মর্যাদামন্ডিত আন্তর্জাতিক ভাষাদিবস হিসেবে৷ প্রধানমন্ত্রী শেখ হাসিনা আন্তর্জাতিক মাতৃভাষা ইনষ্টিটিউটের উদ্বোধন করেছেন এইদিনেই৷

https://p.dw.com/p/M7JS
শেখ হাসিনা উদ্বোধন করলেন আন্তর্জাতিক মাতৃভাষা ইনষ্টিটিউটেরছবি: Mustafiz Mamun

১৯৫২ সালের ২১শে ফেব্রুয়ারি৷ বিকেল ৩টা ২০ মিনিট থেকে ৩টা ৫০ মিনিট৷ এই আধঘন্টা সময়ের মধ্যে পুলিশের গুলিতে শহীদ হয়েছিলেন সালাম. বরকত. রফিক, জব্বার ও শফিকসহ আরো অনেকে৷ মায়ের ভাষা বাংলাকে রাষ্ট্রভাষা করার জন্য ১৪৪ ধারা ভেঙ্গেছিলেন তাঁরা৷ আর নাড়া দেওয়া এই ঘটনা ঘটেছিল ঢাকা মেডিক্যালের আমতলায়৷ রোববার একই সময়ে কিংবদন্তি ভাষা সৈনিকদের উপস্থিতিতে শব্দ আর চিত্রকল্পের মাধ্যমে সেই দিনটিতে ফিরে গিয়েছিলেন হাজারো মানুষ৷ অনুষ্ঠান শেষে খ্যাতিমান সাংবাদিক ও সম্পাদক মতিউর রহমান ২১শের চেতনায় আলোকিত বাংলাদেশ গড়ার প্রত্যয় ঘোষনা করেন৷

Tag der Muttersprache in Bangladesch
কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদনছবি: picture-alliance/dpa

আর সারাদিনই শহীদ মিনারে ছিল হাজারো মানুষের ঢল৷ তাঁরা শ্রদ্ধা- ভালবাসায় স্মরণ করেছেন ৫২'র ভাষা শহীদদের৷ এই দিনেই তাঁরা বাংলাভাষার মর্যাদাকে সমুন্নত এবং মৌলবাদ ও সাম্প্রদায়িকতামুক্ত দেশ গড়ার কথা বলেছেন৷

শহীদদের শ্রদ্ধা জানাতে ঢাকায় এসেছেন ষ্টেটসম্যান সম্পাদক মানস ঘোষ৷ তিনি দু:খ করে বলেন, দুই বাংলায়ই বাংলাভাষাকে অবহেলা করা হচ্ছে৷ এখন অনেকেই আর বাংলার ব্যাপারে তেমন যত্নবান নন৷

সন্ধ্যায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আন্তর্জাতিক মাতৃভাষা ইনষ্টিটিউটের উদ্বোধন করেন৷ প্রধানমন্ত্রী বলেছেন, এই ইনষ্টিটিউটে ভাষা নিয়ে গবেষনা হবে৷ সংরক্ষণ করা হবে ক্ষুদ্র জাতি সত্ত্বার ভাষা ও সংস্কৃতি৷ এর মধ্য দিয়ে ২১শে ফেব্রুয়ারি বাঙালীর ভাষা আন্দোলনের দিনটি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে সারা বিশ্বে তার মহিমা প্রকাশ করবে৷

প্রতিবেদন - হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা - সুপ্রিয় বন্দ্যোপাধ্যায়