1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

যশোরে খাবার হোটেলে কাভার্ডভ্যানের ধাক্কা, মৃত পাঁচ

২ ডিসেম্বর ২০২২

ঘটনাটি ঘটেছে যশোরের মণিরামপুরে। একটি কাভার্ডভ্যানের নিয়ন্ত্রণ হারিয়ে পথের ধারের খাবারের দোকানে ঢুকে পড়ে। তার ফলে এই দুর্ঘটনা।

https://p.dw.com/p/4KN6C
ছবি: bdnews24

ডিডাব্লিউ বাংলার কনটেন্ট পার্টনার বিডি নিউজ ২৪ডটকম জানাচ্ছে মণিরামপুর থানার ওসি শেখ মনিরুজ্জামান বলেছেন, শুক্রবার সকাল সাড়ে সাতটা নাগাদ এই দুর্ঘটনা হয়। যশোর-সাতক্ষীরা মহাসড়কের বেগারিতলা বাজারে সাতক্ষীরার দিকে যাওয়া একটি কাভার্ডভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। গাড়ি উঠে যায় পথের পাশের হোটেলে।

এই হোটেলের নাম আবু তালেবের হোটেল। সেখানে তখন কয়েকজন প্রাতঃরাশ বা সকালের নাস্তা খাচ্ছিলেন। গাড়ি তাদের মধ্যে পাঁচজনকে পিষে দেয়। তারা ঘটনাস্থলেই মারা যান। মৃতেরা হলেন, মণিরামপুর উপজেলার টুনিঘেরা গ্রামের ৪০ বছর বয়সি হাবিবুর রহমান, তার সাত বছর বয়সি ছেলে তাহসিব হোসেন, ৫৫ বছর বয়সি শামসলুর রহমান, তার ভাইপো ৩৮ বছরের তৌহিদুর রহমান এবং ৩৫ বছর বয়সি জয়পুর গ্রামের জিয়াউর রহমান।

সকলের দেহ যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। গাড়ির চালক ও সহকারী দুর্ঘটনার পর ঘটনাস্থল থেকে পালিয়েছে।

দুর্ঘটনার পর যশোর-সাতক্ষীরা সড়ক তিন ঘণ্টা ধরে বন্ধ থাকে। ফলে প্রবল যানজট হয়। সরকারি কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছান। পরে ধীরে ধীরে যান চলাচল স্বাভাবিক হয়।

জিএইচ/এসজি (বিডিনিউজ২৪ডটকম)