1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ম্যার্কেল আর মাঁক্রোকে চাপে রাখতে সংসদেই অনশন

২৯ অক্টোবর ২০২০

ইউরোপীয় পার্লামেন্টের এক ফরাসি সদস্য স্বাস্থ্য এবং সামাজিক কল্যাণ খাতে বরাদ্দ বাড়ানোর দাবিতে অনশন শুরু করেছেন৷ দাবি আদায় না হওয়া পর্যন্ত দিন-রাত সংসদের ভেতরে থাকবেন বলেও জানিয়েছেন তিনি৷

https://p.dw.com/p/3kbCq
ছবি: Francisco Seco/AP/picture alliance

বুধবার অনশনের বিষয়ে বার্তা সংস্থা এএফপিকে পিয়েরে লারুতুরোঁ বলেন, ‘‘আমি কিছু না খেয়ে দিন-রাত সংসদের ভিতরে থাকবো৷’’ এর আগে নিজের টুইটার অ্যাকাউন্টে ফরাসি এই রাজনীতিবিদ জানান, সংসদে অনশন শুরু করার মূল কারণ ‘‘(জার্মানির চ্যান্সেলর আঙ্গেলা) ম্যার্কেল এবং (ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল) মাক্রোঁর ওপর চাপ বাড়ানো৷’’ লারুতুরোঁ আরো জানান, তার লক্ষ্য ‘‘নিজে মরা নয়, লাখো মানুষের মৃত্যু এড়ানো৷’’

টুইটে জলবায়ু এবং চাকরি বিষয়ক চুক্তির লিংক সংযুক্ত করে ইউরোপীয় ইউনিয়ন পার্লামেন্টের সদস্য বলেন, ‘‘অর্থ বাজার কখনোই যেখানে ভালো করেনি, সেখানে জলবায়ু এবং কর্মসংস্থানের জন্য ‘টাকা নেই’ শুনতে খুব অশ্লীল লাগে৷’’ জলবায়ু এবং চাকরি বিষয়ক চুক্তিতে জলবায়ু রক্ষা এবং স্বাস্থ্যনীতির লক্ষ্য পূরণের জন্য অর্থ লেনদেনের ওপর কর আরোপের কথা বলা হয়েছে৷ নোভেল দান বা নতুন চুক্তি দলের প্রধান লারুতুরোঁ মনে করেন, এই কর আদায় শুর হলে জলবায়ু ও সামাজিক কল্যাণ খাতে বরাদ্দ বাড়ানো সম্ভব হবে৷

এসিবি/কেএম (এএফপি, ডিপিএ)