1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ম্যাচ ফিক্সিং রুখতে আইসিসির গোপন পরিকল্পনা আইনসম্মত নয় : এসিএ

২০ অক্টোবর ২০১০

খেলোয়াড়দের উৎকোচের প্রস্তাব দিয়ে ম্যাচ ফিক্সিং-এর অবৈধ চেষ্টা রুখতে, আইসিসির গোপনে ভূয়া বুকমেকার ব্যবহারের পরিকল্পনা অস্ট্রেলিয়ান ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন বা এসিএ ভালো চোখে দেখছে না৷

https://p.dw.com/p/PilU
ছবি: AP

এসিএ বলছে এই পরিকল্পনা না দায়িত্বজ্ঞান সম্পন্ন না আইনসম্মত৷ সংস্থাটির প্রধান নির্বাহী পল মার্শ বলেছেন, আইসিসি ফেডারেশন অব ইন্টারন্যাশনাল ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন বা এফআইসিএ-র সঙ্গে এই পরিকল্পনা নিয়ে আলোচনা করেনি৷ তিনি বলেন, তবে এসিএ এবং এফআইসিএ-র কাছে বিষয়টি এখনও স্পষ্ট না যে, বাজি ধরা ব্যক্তিদের পাল্লায় পড়া খেলোয়াড়দের হাতেনাতে ধরতেই এই ব্যবস্থা নাকি ঘুস দেওয়ার সঙ্গে জড়িত ব্যক্তিদের সরাসরি পাকড়াও করতেই এই পরিকল্পনা তা এখনও স্পষ্ট নয়৷

পল মার্শ-এর বরাত দিয়ে ক্রিকেটইনফো বলেছে,আইসিসি কী করতে চায় সেই প্রক্রিয়াটি জানতে চাই আমরা৷ তবে এটি যদি অতীতের কোন প্রস্তাব হয়ে থাকে তবে আমরা মনে করি, খেলোয়াড়দের ফাঁদে ফেলার আগে আইসিসির বর্তমান গোপনীয়তার প্রক্রিয়াটি উন্নয়ন ঘটাতে হবে৷

এসিএ প্রধান বলেন, খেলোয়াড়দের নিরাপত্তার ব্যাপারে যথেষ্ট উদ্বেগের কারণ ঘটেছেএবং আইসিসি এই ধরণের কোন পরিকল্পনা নিয়ে অগ্রসর হওয়ার আগে খেলোয়াড়দের তা জানানো উচিৎ৷ মার্শ বলেন, অনেক খেলোয়াড় ইতোমধ্যেই তাঁদের নিরাপত্তা এবং ভালোমন্দের ব্যাপারে উদ্বেগ প্রকাশ করেছেন এই বলে যে, এই ব্যাপারটি তাঁদের ক্রিকেট জীবনকে ধ্বংস করে দিতে পারে৷ তিনি আরো বলেন, গোপনীয়তা এবং বিশ্বাসের অভাব নিয়ে এই ধরণের কোন প্রক্রিয়া শুরু হলে, তা কতোটা সফলতা নিয়ে আসবে তা এক প্রশ্ন৷

মার্শ বলেন, ক্রিকেট থেকে দুর্নীতি দুর করা আমাদের সবারই লক্ষ্য৷ তারপরেও খেলায়াড়দের ফাঁদে ফেলার এই প্রক্রিয়া কার্যত দায়িত্বজ্ঞানহীন এবং আইনসম্মত নয় বলেই আমরা মনে করি৷

তিনি বলেন, প্লেয়ার্স অ্যাসোসিয়েশন যদি খেলোয়াড়দেরকে ঘুস নেওয়ার বিপদ সম্পর্কে অবহিত করে শিক্ষাদানের ব্যবস্থা করে তবে সবচেয়ে ভালো হয়৷

প্রতিবেদন: ফাহমিদা সুলতানা

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক