1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ঘুস হিসেবে পতিতা!

২৮ জুলাই ২০১৪

একটি ফুটবল ম্যাচ পাতাতে ঘুস হিসেবে তিন রেফারিকে পতিতা সরবরাহ করেছিলেন এরিক ডিং সি ইয়াং৷ সে জন্য তাঁকে তিন বছরের কারাদণ্ড দিয়েছে আদালত৷ আর ঐ তিন রেফারি আগেই কারাভোগ করেছেন৷

https://p.dw.com/p/1CjK0
Symbolbild Prostitution
প্রতীকী ছবি

ঘটনাটি সিঙ্গাপুরের৷ সময়কাল ২০১৩ সালের এপ্রিল৷ সিঙ্গাপুরের ক্লাব তাম্পাইনস রোভার্স আর কলকাতার ইস্টবেঙ্গলের মধ্যকার খেলা পরিচালনা করার কথা ছিল লেবাননের তিন রেফারির৷ কিন্তু ম্যাচ পাতাতে তাঁদের পতিতা সরবরাহ করেন সিঙ্গাপুরের একটি নাইটক্লাবের মালিক এরিক ডিং সি ইয়াং৷ অবশ্য খেলা শুরুর আগেই বিষয়টি টের পেয়ে ঐ রেফারিদের গ্রেপ্তার করা হয়৷ এরপর মূল রেফারি আলি লাব্বাঘকে ছয়মাসের আর দুই সহকারী রেফারিকে তিনমাসের কারাদণ্ড দেয়া হয়৷ তাঁরা সবাই ইতিমধ্যে কারাভোগ করেছেন৷

এছাড়া ফিফা লাব্বাঘকে বিশ্বের কোনো স্টেডিয়ামে ঢোকার ক্ষেত্রে আজীবনের নিষেধাজ্ঞা জারি করেছে৷ আর দুই সহকারীর বিরুদ্ধে ১০ বছরের জন্য নিষেধাজ্ঞা দেয়া হয়েছে৷

রায় দিতে গিয়ে বিচারক বলেন, ম্যাচ পাতানোর বিষয়টি শুধু খেলাধুলার জন্যই নয়, দেশ হিসেবে সিঙ্গাপুরের সুনামের জন্যও ক্ষতিকর৷ এ ধরনের অপরাধ বাড়তে থাকলে ভবিষ্যতে ভেন্যু হিসেবে আন্তর্জাতিক কোনো প্রতিযোগিতা আয়োজনের সুযোগ পাওয়ার ক্ষেত্রে সিঙ্গাপুর পিছিয়ে পড়তে পারে বলেও মনে করেন তিনি৷

অবশ্য ম্যাচ পাতানোর সঙ্গে সিঙ্গাপুরের নাম অনেক আগে থেকেই জড়িত৷ বিশেষ করে ইউরোপের পুলিশ সংস্থা ‘ইউরোপোল' গত বছর অভিযোগ করে যে, সিঙ্গাপুরে ম্যাচ পাতানোর আন্তর্জাতিক সিন্ডিকেট সক্রিয় রয়েছে৷

জেডএইচ / এসবি (এএফপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য