1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ম্যাচ গড়াপেটা তদন্তের জন্য নিরপেক্ষ কমিশন হচ্ছে

৫ সেপ্টেম্বর ২০১০

পাকিস্তানী ক্রিকেটারদের ম্যাচ ফিক্সিং তদন্তের জন্য নিরপেক্ষ কমিশন গঠন করতে যাচ্ছে আন্তর্জাতিক ক্রিকেট পরিষদ আইসিসি৷ আইসিসি প্রেসিডেন্ট শারদ পাওয়ার জানিয়েছেন এই কথা৷

https://p.dw.com/p/P4kO
Pakistani Cricketer Salman Butt
পাকিস্তানী ক্রিকেটার সালমান বাটছবি: AP

ম্যাচ ফিক্সিং কেলেঙ্কারিতে জড়িয়ে ইতিমধ্যে দল থেকে বাইরে রয়েছেন পাকিস্তানের টেস্ট দলের অধিনায়ক সালমান বাট, দুই ফাস্ট বোলার মোহাম্মদ আসিফ এবং মোহাম্মদ আমির৷ এই তিনজন ইতিমধ্যে পুলিশের কাছে স্বীকার করেছেন যে তাঁরা বুকমেকার মাজহার মজিদের কাছ থেকে টাকা নিয়েছেন, তবে সেটি যে ম্যাচ গড়াপেটা করার জন্য তা নয়৷ রোববার আইসিসির প্রেসিডেন্ট শারদ পাওয়ার জানালেন, পাকিস্তানী ক্রিকেটারদের আত্মপক্ষ সমর্থন করার সুযোগ দেওয়া হবে৷ এবং তাঁদের শুনানির জন্য নিরপেক্ষ কমিশন নিয়োগ দেওয়া হবে৷ তবে কবে নাগাদ এই কমিশন গঠন করা হবে সেটি জানাননি শারদ পাওয়ার৷ উল্লেখ্য, শারদ পাওয়ার ভারতের কেন্দ্রীয় কৃষি মন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করছেন৷

নিউ ইয়র্কে এক সম্মেলনে যোগ দিতে গিয়ে টাইম নাউ টিভি চ্যানেলকে পাওয়ার বলেন, আমরা এখনও কাউকে শাস্তি দেইনি৷ যদি কোন অভিযোগ থাকে এবং আইসিসির দুর্নীতি বিরোধী বিভাগ প্রাথমিকভাবে সে ব্যাপারে নিশ্চিত হয় তাহলে অভিযুক্ত খেলোয়াড়দের আমরা তা জানাবো৷ এর অর্থ হচ্ছে ওই খেলোয়াড়দের অবস্থান ব্যাখ্যা করার সুযোগ দেওয়া৷ তাঁরা আইসিসি নিযুক্ত কমিশনের সামনে তাঁদের বক্তব্য তুলে ধরবে এবং কমিশনের সুপারিশই চূড়ান্ত হবে৷

প্রতিবেদন: রিয়াজুল ইসলাম

সম্পাদনা: জাহিদুল হক

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য