1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

মোয়েনশেনগ্লাডবাখের কাছে ছয় গোল খেল লেভারকুজেন

৩০ আগস্ট ২০১০

সময়টা ভালো যাচ্ছে না জার্মানির সাবেক অধিনায়ক মিশায়েল বালাকের৷ একে তো জাতীয় দল থেকে বাদ পড়ার পর রোববার তাঁর দল বেয়ার লেভারকুজেন হাফ ডজন গোল হজম করল৷ অন্য ম্যাচে স্টুটগার্টকে ৩-১ গোলে হারাল ডর্টমুন্ড৷

https://p.dw.com/p/Oz3u
Leverkusen Mönchengladbach
গোল করছেন মোয়েনশেনগ্লাডবাখের রোয়েল ব্রুয়ের্সছবি: AP

মাত্র বুন্ডেসলিগার মৌসুমের শুরু, তাই তারকা খেলোয়াড়দের গা গরম করা এখনও শেষ হয়নি৷ এই সুযোগে মধ্যমসারির বেশ কিছু দল শুরুতেই চমক দেখিয়েছে৷ কিন্তু তাই বলে রোববার মিশায়েল বালাকের বায়ার লেভারকুজেন প্রতিপক্ষ বোরুসিয়া মোয়েনশেনগ্লাডবাখের কাছে ছয় গোল খাবে সেটি কোন সমর্থক মেনে নিতে পারছেন না৷ ম্যাচটি তারা হেরেছে ৬-৩ গোলে৷ তার ওপর ৬৩ মিনিটের মাথায় বালাককে মাঠ থেকে উঠিয়ে নেওয়া হয়, তখন স্কোর ৫-২৷ ম্যাচ শুরুর পর মোয়েনশেনগ্লাডবাখের ১৯ বছর বয়সী প্যাট্রিক হেরমান ২০ মিনিটের মাথায় গোল করে বসেন৷ তবে চার মিনিট পরেই তা ফিরিয়ে দেন এরেন ডেরডিয়ুক৷ এর পরপরই এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েছিল লেভারকুজেন৷ তবে স্টেফান কিসলিং এর হেড বারে লেগে ফেরত আসে৷ ৪০ মিনিটের মাথায় মোয়েনশেনগ্লাডবাখের রোয়েল ব্রুয়ের্স গোল করে দলকে এগিয়ে নেন৷ এর পাঁচ মিনিট পর নিজের দ্বিতীয় ও দলের তৃতীয় গোলটি করেন প্যাট্রিক হেরমান৷

Moenchengladbach's Juan Arango
হুয়ান আরাংগোর ৩০ মিটার দূর থেকে নেওয়া এই কিক লেভারকুজেনের জালে জড়ায়ছবি: AP

বিরতির পরও বালাকের দলকে খেলায় ফেরার মত মনে হয়নি৷ বরং ৫৬ মিনিটের সময় হুয়ান আরাংগোর ৩০ মিটার দূর থেকে নেওয়া কিক লেভারকুজেনের গোলরক্ষক রেনে আডলারকে বোকা বানায়৷ মিনিট দুই পর অবশ্য লেভারকুজেন পেনাল্টি পায়, তাতে গোল করেন ভিডাল৷ কিন্তু তার দুই মিনিট পর আবারও মোয়েনেশেনগ্লাডবাখ এগিয়ে যায় ইদ্রিসু'র গোলে৷ ৬৯ মিনিটের সময় মার্কো রয়েস দলের পক্ষে ষষ্ঠ গোলটি করেন৷ এক মিনিট পরেই আরেকটি গোল শোধ করেন লেভারকুজেনের কিসলিং৷ খেলা শেষে লেভারকুজেনের গোলরক্ষক আডলার বলেন, আমাদের রক্ষণভাগের অবস্থা ছিল ভয়াবহ৷ নিজ মাঠে ছয় গোল খাওয়া কেউই মেনে নেবে না৷

অন্যদিকে স্টুটগার্টের বিপক্ষে ম্যাচে ডর্টমুন্ড প্রথমার্ধেই এগিয়ে যায় ৩-০ গোলে৷ প্রথম গোলটি আসে স্টুটগার্টের খালিদ বুলারুজের আত্মঘাতী গোল থেকে৷ এরপর লুকাস বারিওস ও মারিও গোয়েটজে গোল করে সেটিকে অনেক এগিয়ে নেন৷ বিরতির পর স্টুটগার্টের স্ট্রাইকার কাকাউ একটি গোল শোধ করেন৷

প্রতিবেদন: রিয়াজুল ইসলাম

সম্পাদনা: অরুণ শঙ্কর চৌধুরী