1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

মোরিনিয়োর ‘রেয়াল কানেকশন’

২৪ মে ২০১০

‘ইন্টার মিলান’কে স্বপ্নের চ্যাম্পিয়নস লীগ শিরোপা এনে দেওয়ার পর, এবার সত্যি সত্যিই ‘রেয়াল মাদ্রিদ’এর দায়িত্ব নিতে চলেছেন জোসে মোরিনিয়ো৷ আর তার সঙ্গে সঙ্গেই বিদায় নিচ্ছেন রেয়ালের কোচ চিলির মানুয়েল পেলেগ্রিনি৷

https://p.dw.com/p/NVin
এবার ‘রেয়াল মাদ্রিদ’এর দায়িত্ব নিতে চলেছেন জোসে মোরিনিয়োছবি: AP

প্রায় ৪৫ বছর পর চ্যাম্পিয়নস লীগের শিরোপা জিতলো ‘ইন্টার মিলান'৷ অথচ তার পরপরই ইন্টারকে বিদায় জানানোর সময় এসে গেল কোচ মোরিনিয়োর৷ স্পেনের খেলা বিষয়ক পত্রিকা ‘মার্কা' কিন্তু ইতিমধ্যেই মোরিনিয়োকে ‘রেয়াল মাদ্রিদ'এর কোচ হিসেবে মেনেই নিয়েছে৷ বছরে দশ মিলিয়ন ইউরো পারিশ্রমিক হিসেবে রেয়ালের সঙ্গে কথাবার্তা একরকম পাকাপাকিও যে হয়ে গেছে মোরিনিয়ো'র৷ তাই এখন মুখে হাসি আর চোখে জল নিয়ে সেই চুক্তিটুকুতে সই করাই যা বাকি৷

Champions League Finale 2010 Bayern München gegen Inter Mailand Fans in Mailand Flash-Galerie
চ্যাম্পিয়নস লীগের ফাইনালে জার্মানির ‘বায়ার্ন মিউনিখ’কে হারিয়ে উল্লসিত ‘ইন্টার মিলান’ দলছবি: AP

শোনা যাচ্ছে, সোমবার রেয়ালের প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনো পেরেস'এর সঙ্গে বিস্তারিত কথা হওয়ার কথা মোরিনিয়োর৷ অনেকের কাছেই তিনি ইউরোপ জয়ের নেশায় আক্রান্ত৷ টাকাটা এখানে তেমন মুখ্য ব্যাপার নয়৷ আর সে কারণেই, একটি দলে গৌরব আনার পর, এবার অন্য দলটিকে স্পর্শ করতে ব্যাকুল ৪৭ বছর বয়স্ক এই পর্তুগিজ৷

হবে না! তাঁর স্পর্শে যে সব ক্লাবেই সোনা ফলে৷ কারণ, তিনিই এক সময় পোর্তোকে চ্যাম্পিয়নস লীগ জিতিয়েছেন৷ চেলসিকে পাইয়ে দিয়েছেন ইংলিশ লীগ শিরোপা৷ আর ইন্টার মিলানে এসে এবার জিতে নিয়েছেন চ্যাম্পিয়নস লীগের মুকুট৷ মোরিনিয়োর কথায়, ‘‘ক্যারিয়ারে এখন নতুন চ্যালেঞ্জ চাই আমি, আর সেই সিদ্ধান্ত নেওয়ার এখনই সঠিক সময়৷''

উল্লেখ্য, জোসে মোরিনিয়োই বিশ্বে সর্বাধিক পারিশ্রমিক প্রাপ্ত ফুটবল প্রশিক্ষক৷

প্রতিবেদন: দেবারতি গুহ

সম্পাদনা: সঞ্জীব বর্মন