মোবাইলের মাধ্যমে অনুষ্ঠান শুনি | পাঠক ভাবনা | DW | 28.09.2010
  1. Inhalt
  2. Navigation
  3. Weitere Inhalte
  4. Metanavigation
  5. Suche
  6. Choose from 30 Languages

পাঠক ভাবনা

মোবাইলের মাধ্যমে অনুষ্ঠান শুনি

প্রিয় ডয়চে ভেলের বাংলা বিভাগ, আমি আপনাদের নতুন শ্রোতা এবং পেশায় একজন কাঠমিস্ত্রি৷ ঢাকার গুলশান এলাকায় কাজ করি৷ আপনাদের পুরনো ..

শ্রোতা বিধান চন্দ্র টিকাদার আমার দাদার মতো৷ তা সেই দাদার অফিসের কাছেই আমার কাজের জায়গা৷ তাই দুপুরে বিরতির সময় ওনার অফিসে গিয়ে আপনাদের ওয়েবসাইট দেখি আর রাতে মোবাইলের মাধ্যমে আপনাদের অনুষ্ঠান শুনি৷ অবসরের খোরাক পাচ্ছি এই ওয়েবসাইট এবং অনুষ্ঠান থেকে৷ আমি আপনাদের ওয়েবসাইট প্রতিযোগিতা, ছবি খুঁজুন, পুরস্কার জিতুন-এ অংশ নিয়ে বিজয়ী হয়েছি৷ মনোরঞ্জন বিশ্বাস, গুলশান, ঢাকা, বাংলাদেশ৷

আমি আপনাদের নতুন শ্রোতা, আশা করি আপনারা আমাকে সাদরে গ্রহণ করবেন৷ আপনাদের অনুষ্ঠান আমার খুব ভাল লাগে৷ বিশেষ করে বিশ্বসংবাদ৷ এটি আমার প্রথম এসএমএস৷ তাই কোন ভুল হলে ক্ষমা করবেন৷ সোহাগ কুমার, ভান্ডারী পাড়া, কানুপুর, জয়পুরহাট, বাংলাদেশ৷

ডয়চে ভেলের বিশ্বসংবাদ আমার খুব ভালো লাগে৷ আপনারা বেশি করে ক্রিকেটের খবর দেবেন৷ আমি নতুন শ্রোতা৷ এইচএম আলীম কামাল, কসনা, রংপুর, বাংলাদেশ৷

এতোদিন অনুষ্ঠান শুনলেও মতামত জানিয়ে অনেকদিন চিঠি পাঠাইনি৷ আমি না লিখলেও ডয়চে ভেলে আমাকে মনে রেখে আমার নামে তথ্যপুস্তিকা পাঠিয়েছে, ধন্যবাদ৷ আশার আলো শ্রোতাসংঘ, এফ জেড খোকন, চলপাথালিয়া, শেরপুর, বগুড়া, বাংলাদেশ৷

ডয়চে ভেলে বলে কিছু আছে জানতামই না যদি না আমার শহর খুলনা বেতার না শুনতাম৷ ডয়চে ভেলেকে এফএম-এ আসার জন্য স্বাগত জানাচ্ছি৷ হাফিজুর রহমান, খুলনা, বাংলাদেশ৷

আমি আপনাদের অনুষ্ঠান নিয়মিত শুনি এবং এসএমএস করি৷ কিন্তু আপনারা আমার এসএমএস একটিও পড়েননি৷ এবার উত্তরের অপেক্ষায় থাকলাম৷ সুব্রত সরকার, মহনপুর, রাজশাহী, বাংলাদেশ৷

ডয়চে ভেলের এফএম অনুষ্ঠানে ভয়েসমেইল করার নম্বর বলা হয়না৷ তাহলে নতুনরা ভয়েসমেইল করবে কেমন করে ? আবু সাঈদ প্রযত্নে সাইফুল ইসলাম, রাঁয়াপুর,অর্জুন পাড়া, বাগমারা, রাজশাহী, বাংলাদেশ৷

আমি পুরনো শ্রোতা কিন্তু অনেকদিন আপনাদের অনুষ্ঠান শোনা হয়নি৷ এখন আবার নিয়মিত শুনছি এবং ওয়েবসাইটের আনন্দ উপভোগ করছি৷ একটিই দুঃখ যে আপনারা আমার লেখা কোন চিঠি বা ইমেইল পড়েননি৷ আশাকরি এবার পড়বেন৷ কষ্ণদাস অধিকারী, দত্তবারুতিয়া, মুর্শিদাবাদ, ভারত৷

ডয়চে ভেলের অনুষ্ঠান আমার খুব ভালো লাগে তাই ছাত্রভাইদের এ অনুষ্ঠান শোনার অনুরোধ করি৷ মোঃ আসাদুজ্জামান জীবন, কাটাখালী, চাটমোহর, পাবনা, বাংলাদেশ৷

পঞ্চগড় থেকে ডয়চে ভেলের অনুষ্ঠান ভালো শোনা যায়৷ ফুলেশ্বর বর্মন, পঞ্চগড়, বাংলাদেশ৷

‘ডয়চে ভেলে’র সকল শ্রোতা, আসুন আমরা সবাই ইভটিজিং প্রতিরোধে সচেতন হই এবং অন্যকে সচেতন করে তুলি৷ মোঃ বাবুল মিয়া, ঠাকুরগাঁও, বাংলাদেশ৷

আপনাদের অনুষ্ঠান খুব ভালো লাগে কিন্তু খুলনার এফএম ব্যান্ডের অনুষ্ঠান তেমন ভালো শোনা যাচ্ছেনা৷ আবদুল্লাহ আল-গালিব, রূপসা, খুলনা, বাংলাদেশ৷