1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

মেয়র প্রার্থীদের মধ্যে ৮৮ জন হত্যা মামলার আসামী

১০ জানুয়ারি ২০১১

পুঁজিবাজারে স্মরণকালের দরপতন ও বিরোধী দলীয় নেত্রীর ভাষণ আজ সংবাদপত্রগুলোর প্রধান শিরোনাম হয়েছে৷ আজ বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস৷ এছাড়া মেয়র প্রার্থীদের মধ্যে হত্যা মামলার আসামী থাকারও খবর এসেছে পত্রিকাতে৷

https://p.dw.com/p/zvbI
ছবি: picture-alliance/ dpa

শেয়ার বাজারে দরপতন

বেশিরভাগ পত্রিকাই এই খবরটিকে মূল শিরোনাম করেছে৷ প্রথম আলোর শিরোনাম ‘শেয়ার বাজারে ধস', নয়া দিগন্ত বলছে ‘পুঁজিবাজারে ব্ল্যাক সানডে', যুগান্তরের শিরোনাম ‘শেয়ারের দরপতনে ৯৬ এর ইতিহাসও ম্লান', সমকালের মূল শিরোনাম ‘দরপতনে আবার রেকর্ড'৷ এছাড়া ডেইলি স্টার ও নিউ এইজ-এও প্রধান শিরোনাম হয়েছে এই খবর৷ অন্যদিকে শেয়ার বাজার ঠিক রাখতে সরকার বেশ কিছু পদক্ষেপ নিচ্ছে বলে জানিয়েছে বার্তাসংস্থা বিডিনিউজ টোয়েন্টি ফোর৷ অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বিনিয়োগকারীদের ধৈর্য্য ধরতে বলেছেন, এমন কথাও বলা হয়েছে আজ প্রকাশিত সংবাদগুলোতে৷

খালেদা জিয়ার ভাষণ

খালেদা জিয়ার ভাষণটিকে প্রধান শিরোনাম করেছে যুগান্তর এবং আমার দেশ৷ এছাড়া অন্যান্য পত্রিকাগুলোতেও বেশ গুরুত্ব পেয়েছে এই সংক্রান্ত প্রতিবেদন৷ অনেক পত্রিকা এই ভাষণের প্রতিক্রিয়াও ছাপিয়েছে৷ ভাষণে খালেদা জিয়া বলেছেন, এক দলীয় বাকশালী দুঃশাসনের প্রবক্তারা আবার এক ব্যক্তির শাসন কায়েম করেছে৷ তিনি দ্রব্যমূল্যের উর্দ্ধগতি, বিদ্যুৎ, পানি ও গ্যাস সংকট নিয়ে সরকারের কড়া সমালোচনা করেছেন৷ আইন শৃংখলা পরিস্থিতির অবনতির জন্য ক্ষমতাসীন দলকে দায়ী করেছেন৷

মেয়র প্রার্থীদের মধ্যে হত্যা মামলার আসামী

আজ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস৷ এটি ইত্তেফাক এবং মানবজমিন সহ অন্যান্য পত্রিকাগুলো গুরুত্ব দিয়ে ছেপেছে৷ তবে মানবজমিন তাদের ট্যাবলয়েড সংস্করণের মূল শিরোনাম করেছে মেয়র প্রার্থী ৮৮ জন হত্যা মামলার আসামী৷ সুশাসনের জন্য নাগরিক সুজন রোববার এক সেমিনারে এই খবর প্রকাশ করেছে বলে জানানো হয়েছে প্রতিবেদনটিতে৷ তাতে বলা হয়েছে আসন্ন পৌর নির্বাচনের মেয়র প্রার্থীদের মধ্যে ৮৮ জন হত্যা মামলার আসামী, এবং আরও ৪৪২ জনের বিরুদ্ধে বিভিন্ন অপরাধে একাধিক মামলা রয়েছে৷ এছাড়া মেয়র প্রার্থীদের মধ্যে শতকরা ৭০ ভাগই পেশাদার ব্যবসায়ী বলে জানিয়েছে সুজন৷ বেশিরভাগ প্রার্থী তথ্য গোপন করেছেন বলেও জানানো হয়েছে৷

প্রতিবেদন: রিয়াজুল ইসলাম

সম্পাদনা: সুপ্রিয় বন্দ্যোপাধ্যায়

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য