1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

চ্যাম্পিয়ন্স লিগ

১ অক্টোবর ২০১৩

গত আসরে বার্সেলোনাকে হারিয়েছিল তারা৷ সেই অঘটন আনন্দের বন্যায় ভাসিয়েছিল কেল্টিককে৷ মঙ্গলবার আবার বার্সেলোনার মুখোমুখি হবে স্কটল্যান্ডের এই ক্লাব৷ বার্সা যে প্রতিশোধের সুযোগ ছাড়বে না কেল্টিক তাই সেই চিন্তায় অস্থির৷

https://p.dw.com/p/19rW7
ছবি: dapd

কেল্টিকের ম্যানেজার নিল লেনন সে কথাই বললেন৷ গত নভেম্বরে চ্যাম্পিয়ন্স লিগেই বার্সেলোনাকে হারিয়েছিল তারা ২-১ গোলে৷ এবার আবার চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ৷ আবার নিজেদের মাঠেই খেলা৷ মেসি উরুর চোটের কারণে খেলতে পারবেন না – এই তথ্য খুব স্বস্তি দিলেও, কেল্টিক ম্যানেজার মানছেন, বার্সেলোনা মেসি ছাড়াও অপ্রতিরোধ্য, দুর্বার৷ এ মৌসুমে এখনো অপরাজিত স্প্যানিশ জায়ান্টরা যে গোলবন্যায় ভাসাতে চাইবে সে বিষয়ে তাঁর কোনো সন্দেহ নেই৷ তাই আগেভাগেই ধরে নিচ্ছেন, গত নভেম্বরের মতো এবারও দলের গোলরক্ষকই হবে মূল ভরসা, ‘‘ওরা যে আমাদের উড়িয়ে দেয়ার চেষ্টা করবে সে বিষয়ে আমি একশ ভাগ নিশ্চিত৷ সে কারণেই গোলরক্ষকের ভালো খেলাটা খুব গুরুত্বপূর্ণ৷''

নভেম্বরে বার্সেলোনাকে নিজেদের মাঠে ২-১ গোলে হারানো ম্যাচটিতে অসাধারণ খেলেছিলেন কেল্টিকের গোলরক্ষক ফ্রেজার ফরস্টার৷ প্রতিশোধের ম্যাচে গোল করতে হলে তো তাঁর দক্ষতার চূড়ান্ত পরীক্ষা নিতেই হবে৷ ফরস্টারের ফর্ম এ মৌসুমেও বেশ ভালো৷ চ্যাম্পিয়ন্স লিগে নিজেদের সর্বশেষ ম্যাচে এসি মিলানের কাছে ২-০ গোলে হেরেছে কেল্টিক৷ সে ম্যাচেও প্রতিরোধের দেয়াল গড়ে দাঁড়িয়েছিলেন ফরস্টার৷

বার্সা এর আগে নেদারল্যান্ডসের আয়াক্স আমস্টারডামকে হারায় ৪-০ গোলে৷ সেই ম্যাচে হ্যাটট্রিক করেছিলেন মেসি৷ শনিবার স্প্যানিশ লিগে আলমেরিয়ার বিপক্ষে খেলার সময় উরুর চোট নিয়ে মাঠ ছাড়তে হয় আর্জেন্টাইন সুপারস্টারকে৷ কেল্টিকের বিপক্ষে এ ম্যাচে মৌসুমে নিজের দ্বাদশ গোলটি করার সুযোগ তাই তিনি পাচ্ছেন না৷

নিল লেনন তাই নেইমার, জাভি, ইনিয়েস্তাদের নিয়ে গড়া বার্সেলোনাকে এ সময়ের সেরা দল মানলেও, নিজেদের মাঠে খেলার সুযোগ কাজে লাগিয়ে আবার ভালো কিছু করার ব্যাপারে আশাবাদী, বলেছেন, ‘‘বেশির ভাগ মানুষই ধরে নেবেন (নভেম্বরের মতো চমক দেখাতে) আর আমরা পারবো না৷ কিন্তু আমাকে বিশ্বাস করতে হবে যে, এ ম্যাচ থেকেও আমাদের ভালো কিছু পাওয়া সম্ভব৷ আমরা আমাদের সমর্থকদের সামনে খেলবো এবং এটা নিশ্চয়ই খেলোয়াড়দের বাড়তি প্রেরণা জোগাবে৷''

এসিবি/ডিজি (এএফপি, এপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য