1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

মেল গিবসনের গাড়ি দুর্ঘটনা নিয়ে রহস্য

১৮ আগস্ট ২০১০

আবারও সংবাদ শিরোনামে এলেন হলিউড তারকা মেল গিবসন৷ তবে এবার কোন কেলেঙ্কারি নয়, দুর্ঘটনা থেকে তাঁর বেচে যাওয়ার খবর৷

https://p.dw.com/p/Opp2
Director and actor Mel Gibson
মেল গিবসনছবি: AP

জানা গেছে, সপ্তাহান্তে এক বড় ধরনের দুর্ঘটনা থেকে প্রাণে বেঁচে গেছেন এই অভিনেতা ও পরিচালক৷ রাতে ক্যালিফোর্নিয়ার মালিবু দিয়ে গাড়ি চালাচ্ছিলেন তিনি৷ কিন্তু এক পর্যায়ে তিনি নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে তাঁর দামি স্পোর্টস কারটি পাহাড়ের ঢালু দিয়ে গড়িয়ে পড়ে যায়৷ বিধ্বস্ত হয়ে যায় তাঁর গাড়িটি, কিন্তু মেল গিবসন প্রাণে বেচে যান৷ এমনকি তিনি আঘাতও পাননি বলে জানিয়েছেন তাঁর মুখপাত্র৷ এদিকে এই ঘটনা নিয়ে নানা প্রশ্ন তৈরি হয়েছে৷ পুলিশ রিপোর্ট জানিয়েছে, গাড়ি চালানোর সময় গিবসন মাতাল ছিলেন এমন কোন প্রমাণ পাওয়া যায়নি৷ গাড়ি চালানোর সময় তিনি মোবাইলে কথাও বলছিলেন না কিংবা তিনি ঘুমিয়েও পড়েন নি৷ কিন্তু এরপরও তাঁর গাড়ি কীভাবে রাস্তা থেকে ছিটকে পড়ে গেল সেটা নিয়ে রহস্য তৈরি হয়েছে৷ এছাড়া রাতের বেলা তিনি কেন ওই রাস্তার একেবারে পাশ দিয়ে গাড়ি চালাচ্ছিলেন সেটা নিয়েও প্রশ্ন তৈরি হয়েছে৷ তাহলে কি আত্মহত্যা করতে চেয়েছিলেন তিনি? যাই হোক এসব প্রশ্ন তৈরি হলেও এখনও মুখ বন্ধ করে আছেন গিবসন৷ উল্লেখ্য, সাবেক বান্ধবীর সঙ্গে মনোমালিন্য এবং খারাপ আচরণের কারণে এমনিতেই গত কয়েকদিন ধরে বেশ সমালোচিত ব্রেভহার্ট তারকা মেল গিবসন৷

ডগলাসের কেমোথেরাপি

অস্কার বিজয়ী অভিনেতা মাইকেল ডগলাস আগামী দুই মাসের জন্য কেমোথেরাপি নিতে যাচ্ছেন৷ জানা গেছে, ডগলাসের কন্ঠনালীতে কয়েকদিন আগে টিউমার ধরা পড়ে৷ সেই জন্য এই কয়েকদিনের জন্য চিকিৎসকের শরণাপন্ন হতে যাচ্ছেন তিনি৷ চিকিৎসার আগে এক বার্তায় ডগলাস বলেন, আমি খুবই আশাবাদী৷ তবে কন্ঠনালীর টিউমারের জন্য হয়তো তাঁর কন্ঠ আগের মত আর থাকবে না বলে আশংকা ভক্তদের৷

প্রতিবেদন: রিয়াজুল ইসলাম

সম্পাদনা: জাহিদুল হক