1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

মেপল সিরাপের নতুন গুণের খবর

২ এপ্রিল ২০১১

ক্যান্সার থেকে বাঁচতে কিংবা রক্তে চিনির পরিমাণ নিয়ন্ত্রণে রাখতে হলে মেপল সিরাপ কিন্তু দারুণ কাজের জিনিস৷ বলছেন বিজ্ঞানীরা৷ মেপল সিরাপের এছাড়াও অনেক গুণাগুণ রয়েছে৷

https://p.dw.com/p/10mH2
মেপল গাছ থেকেই আসে এই অনবদ্য সিরাপছবি: AP

মার্কিন কেমিক্যাল সোসাইটির বাৎসরিক বিজ্ঞানসভাতে প্রথম এই গবেষণার ফলাফল প্রকাশ করেছেন বিজ্ঞানীরা৷ রোডস বিশ্ববিদ্যালয়ের ফার্মাকগনোসি বিভাগের সহ-অধ্যাপক এবং এই গবেষণা দলের প্রধান নবীন্দ্র শ্রীরাম সংবাদসংস্থা এএফপি-কে গবেষণা প্রসঙ্গে জানাতে গিয়ে বলেন, মেপল সিরাপের এত গুণাবলীর কথা এ পর্যন্ত অজানাই ছিল৷

কীরকম গুণাগুণ? শ্রীরাম জানাচ্ছেন, মেপল সিরাপের মধ্যে নতুন একটা মলিকিউল তাঁরা আবিষ্কার করেছেন৷ দেখা গেছে, এ পর্যন্ত অজানা এই পলিফেনলস নামের এই মলিকিউলের রয়েছে মানবশরীরে ক্যান্সার ঠেকাতে প্রয়োজনীয় ভূমিকা নেওয়ার ক্ষমতা৷ এখানেই শেষ নয়, যাঁরা রক্তে মধুমেহ রোগ বা ব্লাড সুগারে ভুগছেন, তাঁদের জন্যও এই মলিকিউল এনেছে সুখবর৷ দেখা গেছে, কার্বোহাইড্রেটকে চিনিতে পরিণত করে থাকে যে সমস্ত এনজাইম, তাদের নিয়ন্ত্রণ করতে পারে মেপল সিরাপের এই মলিকিউল৷

মেপল সিরাপের মধ্যে মোট ৫৪ টি অতি উপকারী গুণাবলী আবিষ্কার করে বেশ উত্তেজিত বিজ্ঞানীরা৷ তাঁদের প্রত্যাশা, আরও অনেক রোগের চিকিৎসার ক্ষেত্রেই এই সিরাপ কার্যকরী ভূমিকা নেবে৷ গবেষকদলের প্রধান শ্রীরাম একটু রসিকতা করে বলেছেন, মধুমেহ রোগের চিকিৎসায় শেষে দেখা যাচ্ছে মিষ্টি এই সিরাপ ওষুধ হিসেবে কাজ করতে পারবে৷ অথচ, এতদিন পর্যন্ত মধুমেহ রোগীদের জন্য চিনি বা মিষ্টি খাদ্য পানীয় ছিল বিষের সমান৷ প্রকৃতির ভান্ডারে লুকিয়ে থাকা বিস্ময়ের যে শেষ নেই, এই আবিষ্কার সেটাই তো প্রমাণ করল! এমনকি বিজ্ঞানীদের সামনেও৷

প্রতিবেদন : সুপ্রিয় বন্দ্যোপাধ্যায়

সম্পাদনা: ফাহমিদা সুলতানা