1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

মেক্সিকোয়  বিনোদনের জন্য গাঁজা সেবন বৈধ

Sanjiv Burman২৯ জুন ২০২১

মেক্সিকোর সংবিধানে বিনোদনের উদ্দেশ্যে গাঁজা মানে মারিজুয়ানা সেবনের উপর জারি থাকা নিষেধাজ্ঞা বাতিল করছে দেশটির উচ্চ আদালত।

https://p.dw.com/p/3vlhu
BdTD Mexiko Stadt Marijuhana Demonstration
ছবি: Reuters/L. Cortes

উচ্চ আদালতের ১১ সদস্যের বিচারক প্যানেলের আটজনই এ সিদ্ধান্তের পক্ষে রায় দেন।

এ রায়ের ফলে দেশটিতে যারা বিনোদনের জন্য গাঁজা খেতে বা ব্যক্তিগত ব্যবহারের জন্য গাঁজা চাষ করতে চাইবেন তারা সরকারের কাছে অনুমতির জন্য আবেদন করতে পারবেন। তবে বেশ কিছু শর্ত সাপেক্ষে এমন অনুমতির পক্ষে রায় দিয়েছে আদালত।

এসব শর্তের মধ্যে রয়েছে, গাঁজা সেবনকারী প্রাপ্তবয়স্ক হতে হবে এবং সেবনকারী ব্যক্তির শরীরের উপর গাঁজার প্রভাব থাকা অবস্থায় তিনি বিপজ্জনক কাজ যেমন গাড়ি চালাতে পারবেন না। তাছাড়া  শিশুদের বেলায় এ নিষেধাজ্ঞা বলবৎ থাকবে। আরোপিত শর্তের মধ্যে আরো রয়েছে, কোনো ব্যক্তি পাঁচ গ্রামের বেশি গাঁজাবহন করতে পারবেন না।

মেক্সিকোতে ২০১৭ সাল থেকে চিকিৎসার কাজে গাঁজা ব্যবহারের অনুমতি আছে।

এদিকে গাঁজা সেবনের বৈধতা দিয়ে আইন প্রণয়নের বিষয়টি এখনো দেশটির পার্লামেন্ট কংগ্রেস অব দ্যা ইউনিয়নে আটকে আছে। তার আগে সর্বোচ্চ আদালত গাঁজা সেবনের বৈধতা দিয়ে বিল পাস করতে কংগ্রেসকে চলতি বছরের ৩০ এপ্রিল পর্যন্ত সময় বেধে দিয়েছিল। গত মার্চ মাসে আইনটি মেক্সিকোর পার্লামেন্টের নিম্নকক্ষে পাশ হয়। তবে এটি এখনো সিনেটে অনুমোদন পায়নি।

গত সোমবারের রায়ে আদালত দেশটির সংসদকে এ বিষয়ে আইন প্রণয়নের কথাও বলেছে। আইন পাশ হলে শুধু গাঁজা কেনাবেচাই নয় বরং গাঁজা চাষ পরিবহণ ও রপ্তানির প্রক্রিয়াও উন্মুক্ত হতে পারে। 

গাঁজা সেবনের উপর নিষেধাজ্ঞা বাতিলের বিষয়ে দেশটিতে বিতর্ক রয়েছে।  গাঁজা সেবনের সমর্থকগোষ্ঠীর দাবি, এর ফলে দেশে মাদক বিষয়ক অপরাধ কমে আসবে। আর বিরোধীরা বলছেন, এমন আইন শুধুমাত্র বড় বড় ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোর জন্যই লাভজনক। তাছাড়া, দেশটির ধর্মীয় গোষ্ঠীগুলোও এমন আইনের বিরোধীতা করছে। 

আরআর/কেএম (এপি, এএফপি, ডিপিএ)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য