1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

মুস্তাফিজ বন্দনায় বিশ্ব

৩০ মে ২০১৬

বিপুল ভোটে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)-এর সেরা উদীয়মান তারকা নির্বাচিত হয়েছেন বাংলাদেশের মুস্তাফিজুর রহমান, ‘ফিজ’ নামে যিনি এখন বিশ্ব তোলপাড় করছেন৷ সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে নিয়ে চলছে মাতামাতি৷

https://p.dw.com/p/1IwvZ
মুস্তাফিজুর রহমান
ছবি: Getty Images/AFP/D. Sarkar

সানরাইজার্স হায়দ্রাবাদের প্রতিটি ম্যাচেই আলাদাভাবে উচ্চারিত হয়েছে মুস্তাফিজের নাম৷ আইপিএলে উদীয়মান তারকার পুরস্কার এত দিন পেয়ে এসেছেন ভারতীয় ক্রিকেটাররাই৷ এবারই প্রথম কোনো বিদেশি ক্রিকেটারের হাতে তুলে দেওয়া হলো পুরস্কারটি৷ আইপিএলের অফিসিয়াল ওয়েবসাইটে ভোটাভুটিতে ৮৩.২ শতাংশ ভোট পেয়েছেন মুস্তাফিজ৷ ১৬ ম্যাচ খেলে উইকেট ১৭টি৷ যৌথভাবে টুর্নামেন্টের পঞ্চম সর্বোচ্চ উইকেট শিকারি৷ ওভার প্রতি রান দিয়েছেন মাত্র ৬.৯০৷ ২০ বছর বয়সেই রেখেছেন পরিণত ক্রিকেট মস্তিষ্কের প্রমাণ৷ তার প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন বর্তমান ও সাবেক অনেক তারকা ক্রিকেটার এবং ক্রিকেট বিশেষজ্ঞ৷

সাবেক ভারতীয় ক্রিকেটার ও ক্রিকেট-বিশ্লেষক আকাশ চোপড়া মুস্তাফিজের বলে আন্দ্রে রাসেলের আউট হওয়ার ছবিটি শেয়ার করে লিখেছেন, ‘টুর্নামেন্টের সেরা বল'৷

ক্রিকেট ভাষ্যকার হার্ষা ভোগলেও টুইটারে লিখেছেন, ‘‘টুর্নামেন্টের সেরা বোলার ভুবনেশ্বর আর মুস্তাফিজুর৷''

বাংলাদেশের ক্রিকেটার তাসকিন আহমেদ টুইটারে লিখেছেন, ‘‘মুস্তাফিজুর ও তার দলের জন্য অভিনন্দন৷''

ভারত ও বাংলাদেশের সব পত্রিকাতেই সানরাইজার্স হায়দ্রাবাদের আইপিএল জয়ের খবরটি বড় করে ছাপা হয়েছে৷

শিরোপা জেতার পর ‘ক্রিকেটোপিয়া' মুস্তাফিজের একটি নাচের ছবি প্রকাশ করেছে৷

সূর্য লিখেছেন, ‘‘নিঃসন্দেহে মুস্তাফিজ একদিন কিংবদন্তিতে পরিণত হবে৷ তার খেলায় আমি অভিভূত৷''

রবিউল আলম লিখেছেন, ‘‘এই ছেলে চ্যাম্পিয়ন হিসেবেই জন্ম নিয়েছে আর এখন সে চ্যাম্পিয়ন দলের অংশ৷''

মোনাজাত হোসেন লিখেছেন, ‘‘হায়দ্রাবাদকে অভিনন্দন৷ আমি তোমাদের সমর্থন করেছিলাম শুধু মুস্তাফিজের জন্য৷''

সংকলন: অমৃতা পারভেজ

সম্পাদনা: আশীষ চক্রবর্ত্তী

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য