1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

মুম্বইয়ে বাড়ি ভেঙে আট শিশু সহ মৃত ১১

১০ জুন ২০২১

মুম্বইয়ে মালাডের বস্তিতে একটি দোতলা বাড়ি পাশের একটি বাড়ির উপরে ভেঙে পড়ে। আট শিশু সহ মৃত ১১।

https://p.dw.com/p/3ug4q
মুম্বইয়ের বস্তি। মালাডের বস্তিতে্ই বাড়ীি ভেঙে ১১ জন মারা গেছেন। ছবি: Indranil Mukherjee/AFP/Getty Images

বুধবার রাতে এই বাড়ি ভেঙে পড়ার ঘটনায় আহত হয়েছেন সাতজন। এখনো ধ্বংসস্তূপের নীচে কয়েকজন চাপা পড়ে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে।

গত কয়েকদিন ধরে মুম্বইয়ে প্রবল বৃষ্টি হচ্ছে। তার ফলে বিশেষ করে বস্তি অঞ্চলে অনেক বাড়িই বিপজ্জনক হয়ে পড়েছে। যেখানে এই বাড়িটি ভেঙেছে, তার কাছেই একটি তিনতলা বাড়ি খালি করে দেয়া হয়েছে। এছাড়া পুরসভা এখন শহরের বিপজ্জনক বাড়ি খুঁজে সেগুলি খালি করাচ্ছে।

বিজেপি-র মুখপাত্র রাম কদমের অভিযোগ, পুরসভার গাফিলতিতেই বাড়ি ভেঙেছে। তাই এটা মৃত্যু নয়, হত্যা।

আবহাওয়া দফতর জানিয়েছে, বৃহস্পতিবারও বৃষ্টি হতে পারে। বৃষ্টি ও জোয়ারের ফলে উপকূলবর্তী এলাকায় রেড অ্যালার্ট জরি করা হয়েছে। ন্যাশনাল ডিজাস্টার ম্যানেজমেন্টের ১৫টি দল মোতায়েন করা হয়েছে। তিনটি দল মুম্বইতেও মোতায়েন আছে। মুখ্যমন্ত্রীর অফিস থেকে বলা হয়েছে, আবহাওয়া দফতর তাদের জানিয়েছে, আগামী তিন দিন প্রবল বৃষ্টি হতে পারে। নীচু এলাকা জলে ডুবে যেতে পারে।

জিএইচ/এসজি(পিটিআই)