1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

মুবারক, বেন আলি হবেন না গাদ্দাফি

৭ মার্চ ২০১১

টিউনিশিয়ার বেন আলি আর মিশরের মুবারক যেভাবে সরে দাঁড়িয়েছেন সেভাবে যাবেন না গাদ্দাফি৷ সেটা এখন মোটামুটি পরিষ্কার৷ সেজন্য বিদ্রোহীদের নিযন্ত্রণে থাকা শহরগুলো পুনরায় দখলে নিতে চাইছে গাদ্দাফি বাহিনী৷

https://p.dw.com/p/10UPv
গাদ্দাফি বাহিনীর হামলাছবি: dapd

সর্বশেষ পরিস্থিতি

পুবের অন্যতম বড় শহর মিস্রাতা এখনো বিদ্রোহীদের দখলে৷ যদিও রবিবার তিনদিক দিয়ে হামলা চালিয়েছিল গাদ্দাফি বাহিনী৷ ট্যাঙ্ক, হেলিকপ্টার ও ভারি অস্ত্র নিয়ে হামলা করে তারা৷ কিন্তু বিদ্রোহীরা ছিল অপ্রতিরোধ্য৷ তাই গাদ্দাফি বাহিনী মিস্রাতা দখল নিতে সফল হয় নি৷ হামলা হয়েছে পশ্চিমের শহর জাউইয়াতেও৷ যেটি রাজধানী ত্রিপোলি থেকে মাত্র ৫০ কিলোমিটার দূরে অবস্থিত৷ এর আগের দিনও দুবার হামলা হয়েছিল এই শহরের উপর৷ কিন্তু শেষ খবর বলছে, জাউইয়া শহরের নিয়ন্ত্রণ এখনো বিদ্রোহীদের কাছে৷ তবে অপেক্ষাকৃত ছোট শহর বিন জাওয়াদ বিদ্রোহীদের হাত ছাড়া হয়ে গেছে বলে জানা গেছে৷ ঐ শহর থেকে ফিরে আসা এক বিদ্রোহীর কাছে শহরের পরিস্থিতি জানতে চেয়েছিল বার্তা সংস্থা রয়টার্স৷ কিন্তু ঐ বিদ্রোহী এতটাই ভীত ছিলেন যে তিনি শুধু ‘মৃত্যু' এই কথাটি বলতে পেরেছেন৷ এছাড়া রাস লানুফেও বেশ বড়সড় হামলা করেছে গাদ্দাফি বাহিনী৷

জাতিসংঘের নতুন উদ্যোগ

রাজধানী ত্রিপোলির মানবাধিকার পরিস্থিতি দেখতে সেখানে একটি প্রতিনিধিদল পাঠানোর দাবি জানিয়েছিলেন জাতিসংঘের মহাসচিব বান কি-মুন৷ সেটা মানা হয়েছে বলে জানা গেছে৷ তবে ত্রিপোলির কোন্ কোন্ অংশে এই দলটি যেতে পারবে সেটা অবশ্য এখনো জানা যায় নি৷ এছাড়া গাদ্দাফি প্রশাসনের সঙ্গে বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা করতে একজন বিশেষ দূত'ও নিয়োগ করেছেন বান কি-মুন৷ এই দূত হলেন জর্ডানের সাবেক পররাষ্ট্রমন্ত্রী আল-খতিব৷ নতুন দায়িত্ব নেওয়ার আগে এই সপ্তাহেই তিনি নিউ ইয়র্ক যাবেন বলে জানা গেছে৷

জার্মানি

জার্মানির পররাষ্ট্রমন্ত্রী গিডো ভেস্টারভেলে বলেছেন, লিবিয়ার ঘটনায় দায়ীদের বিরুদ্ধে আরও কঠোর নিষেধাজ্ঞা আরোপ করা উচিত৷ এদিকে মার্কিন অর্থমন্ত্রী টিমোথি গাইথনার আগামীকাল জার্মানি সফরে আসছেন৷ সেসময় নিষেধাজ্ঞা নিয়ে আলোচনা হবার কথা রয়েছে৷

প্রতিবেদন: জাহিদুল হক

সম্পাদনা: সুপ্রিয় বন্দ্যোপাধ্যায়

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান