1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

মুবারক বিদায়, শেয়ারবাজার আর ঢাকায় পাকিস্তান দল

১২ ফেব্রুয়ারি ২০১১

মমির দেশ মিশরের রাজনৈতিক পালাবদল সব সংবাদপত্রের শিরোনামে৷ শেয়ারবাজার থেকে ঢাকায় পৌঁছনো পাকিস্তান দলের নিরাপত্তা, এইসবই প্রধান খবর আজকের৷

https://p.dw.com/p/R0Fp
উত্তাল মিশরছবি: picture-alliance/dpa

মুবারক আর মিশর স্বভাবতই প্রধান শিরোনাম

‘গণ অভ্যুত্থানে পালালেন মুবারক’ শিরোনাম কালের কন্ঠ করেছে৷ ‘মুবারকের বিদায়’ শিরোনামে ইত্তেফাকের বক্তব্য, আবারও প্রমাণ হল যে শাসকের শক্ত গদির চেয়ে জনতার তুচ্ছ ঝাঁকুনি অনেক বড়৷ ৩০ বছরের ভিত চুরমার হল ১৮ দিনের বিপ্লবে৷ কালের কন্ঠ লিখেছে, ‘বিক্ষোভে উন্মাতাল জনতার কাছে অবশেষে পরাজিত হলেন হোসনি মুবারক’৷ অবসান হলো সুদীর্ঘ তিন দশকের একনায়কতন্ত্রের৷ বিডিনিউজ টোয়েন্টিফোরের বক্তব্য ‘মিশরে অবসান হল মুবারক যুগের’৷ একই ভাষায় তারা বলছে, টানা ১৮ দিন প্রবল গণবিক্ষোভের পর শুক্রবার সন্ধ্যায় মিশরের ভাইস প্রেসিডেন্ট ওমর সুলাইমান রাষ্ট্রীয় টেলিভিশনে এক বিবৃতিতে মুবারকের পদত্যাগের কথা ঘোষণা করেন৷
ষড়যন্ত্র সবেতেই নেই: বললেন সুরঞ্জিত

শেয়ার বাজারের বিনিয়োগকারীরা কোনো দলের নয় উল্লেখ করে আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত বলেছেন, সবকিছুতে ষড়যন্ত্র খুঁজলে সরকার চালানো যাবে না৷ শুক্রবার রাজধানীর রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট ঢাকা জেলা শাখা আয়োজিত এক আলোচনা সভায় সুরঞ্জিত বলেন, শেয়ার বাজারের বিনিয়োগকারীরা কোনো দলের নয়৷ আপনারা বাজার সামলান, সব কিছুতে ষড়যন্ত্র খুঁজলে হবে না৷ সবকিছুতে ষড়যন্ত্র খুঁজলে রাষ্ট্র পরিচালনা করা যাবে না। বিনিয়োগকারীরা এ দেশের মানুষ, এদের রক্ষা করুন৷

ঢাকায় নামল পাকিস্তান ক্রিকেট দল, নেমেই কড়া নিরাপত্তা

কালের কন্ঠের প্রতিবেদন, দল নিয়ে কোনো না কোনো একটা ঝামেলা তাঁদের লেগেই থাকে৷ যেমন ২০১১ বিশ্বকাপের দল ঘোষণা হয়ে যাওয়ার পরও অধিনায়কত্ব ইস্যু ঝুলে ছিল বেশ কিছুদিন৷ শেষ পর্যন্ত পাকিস্তান ক্রিকেট বোর্ড বা পিসিবি বেছে নেয় শহীদ আফ্রিদিকে৷ ওয়ানডে ক্রিকেটের দ্রুততম সেঞ্চুরিয়ানের নেতৃত্বে দুটি প্রস্তুতি ম্যাচ খেলতে শুক্রবার রাত ৮টায় ঢাকায় পৌঁছেছে পাকিস্তান দল৷ তাদের আগমনে যে নিরাপত্তাব্যবস্থা তুঙ্গে পৌঁছাবে, তা অবশ্য 'প্রেডিক্টেবল'ই ছিল৷ কাল বিকেল থেকেই পুলিশ-ব়্যাবসহ সরকারের নিরাপত্তা সংস্থাগুলোর শত শত কর্মী গোটা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকা ঘিরে রেখেছিলেন৷ যে ঘেরাওয়ের ভেতর ঢুকে পড়ার অনুমতি মেলেনি বিভিন্ন সংবাদমাধ্যমের আলোকচিত্রী ও ক্যামেরাম্যানদেরও৷ যে কারণে সেখান থেকে নিরাশ হয়ে ছবি তোলার জন্য শেষ ভরসা হিসেবে তাঁরা চলে আসেন ঢাকায় পাকিস্তান দলের ঠিকানা হোটেল শেরাটনে৷

সংকলন : সুপ্রিয় বন্দ্যোপাধ্যায়

সম্পাদনা: সঞ্জীব বর্মন