1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

​​​​​​​মুখোশ পরা নারী

১৬ জানুয়ারি ২০২০

মুখোশ পরে ইন্সটাগ্রামে ছবি পোস্ট করেন মাগেনহিল্ড কেনেডি৷ কী? ভাবছেন এতে আর নতুনত্ব কী! আছে, মুখোশগুলো তিনি নিজেই তৈরি করেন৷ আর সেগুলো কোন কোনটি গড়তে সময় লেগেছে কয়েকবছর৷

https://p.dw.com/p/3WFI1
CHINA SARS
ছবি: picture-alliance/dpa/M. Reynolds

আদিবাসী শিল্প? লোকাচারবিদ্যা? ফেটিশ? নাকি একসঙ্গে সবকিছু৷ আর এসব মুখোশের পেছনেই বা কে আছেন? 

‘‘আমি লন্ডনে বসবাসরত একজন নরওয়েজিয়ান শিল্পী৷ এবং আমি মুখোশ নিয়ে কাজ করি,'' নিজেকে এভাবে পরিচয় করিয়ে দিলেন মাগেনহিল্ড কেনেডি৷

এসব কিছু সেই ২০০৭ সালে শুরু হয়েছিল যখন ‘ডামসেলফ্রাউ' হিসেবে পরিচিত মাগেনহিল্ড কেনেডি লন্ডনে বসবাস শুরু করেন৷ তিনি তাঁর নিজের ক্লাব আউটফিট বুনতেন, যেখানে শীঘ্রই মুখোশও যোগ করেন৷ সুইসুতা দিয়ে কাপড় বোনা শিখেছেন তিনি৷ কিছু মুখোশ তৈরিতে কয়েকদিন লেগেছে তাঁর, আবার কিছু তৈরিতে লেগেছে কয়েকবছর৷ 

লন্ডনের মুখোশ শিল্পী

শেলফে থাকা মুখোশগুলোকে তিনি তাঁর ‘গ্যাং' বলেন৷ আর সেগুলোর নিজস্ব কিছু স্বকীয়তাও রয়েছে৷ এমনকি প্রতিটির রয়েছে আলাদা আলাদা নাম৷

লন্ডনের পূর্বাঞ্চলে বাড়ির বাইরে ঘোরাঘুরি করে মুখোশ তৈরির আইডিয়া নেন মেগানহিল্ড কেনেডি৷  ঘোরাঘুরি করে ফেরার সময় মেগানহিল্প কেনেডি কিছু না কিছু সঙ্গে নিয়ে আসেন৷ তাঁর স্টুডিও তাই গুপ্তধনে পূর্ণ৷

একটি মাস্ক তৈরির পর সেটি পরে ছবি তোলেন মেগানফিল্ড কেনেডি৷ এরপর সেটি ডেমসেলফ্রাউ নামের ইন্সটাগ্রাম একাউন্টে পোস্ট করেন তিনি৷ সাইটটিতে তাঁর লক্ষাধিক অনুসারী রয়েছে৷

ইয়ানা ওর্টেল/এআই