1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

‘‘মিশন ইম্পসিবল’’-এর তারকা পিটার গ্রেভস মারা গেছেন

১৫ মার্চ ২০১০

জনপ্রিয় গোয়েন্দা কাহিনী ভিত্তিক টিভি শো ‘মিশন ইম্পসিবল’এবং ‘এয়ারপ্লেন’ ছবির মূল অভিনেতা পিটার গ্রেভস মারা গেছেন৷

https://p.dw.com/p/MTIk
‘‘মিশন ইম্পসিবল’’-এর তারকা পিটার গ্রেভসছবি: AP

পিটার গ্রেভসের মুখপাত্র জানান, দৃশ্যত হার্ট অ্যাটাকে তাঁর মৃত্যু হয়েছে৷ এর ঠিক আগে তাঁর আসন্ন ৮৪ তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে পরিবারের সাথে সময় কাটিয়ে বাড়ি ফেরেন গ্রেভস৷

১৯২৬ সালের ১৮ই মার্চ পিটার গ্রেভস মিনিয়াপোলিস শহরে জন্মগ্রহণ করেন৷ কিশোর বয়সে তিনি স্থানীয় রেডিওতে কাজ করেন এবং পরবর্তীতে তিনি মিননেসোটা বিশ্ববিদ্যালয়ে নাটকের ওপর পড়াশুনা করেন৷

Peter Graves
১৯৬৯ সালে ‘মিশন ইম্পসিবল’ এর শুটিং এ পিটার গ্রেভসছবি: AP

১৯৬৭ সালে টিভি শো ‘মিশন ইম্পসিবল' এর মধ্য দিয়ে সারা বিশ্বে অভিনেতা হিসেবে ব্যাপক পরিচিতি পান গ্রেভস৷ ১৯৬৬ সালের সেপ্টেম্বর থেকে ১৯৭৩ সালের মার্চ পর্যন্ত সিবিএস নেটওর্য়াকের মাধ্যমে এই টিভি শোটি সম্প্রচার করা হয় এবং পরবর্তীতে ১৯৮৮ সাল থেকে ১৯৯০ সাল পর্যন্ত এবিসি চ্যানেলেও দেখানো হয় এই গোয়েন্দা সিরিয়াল৷

তবে আজকের দর্শকদের কাছে তিনি ‘এয়ারপ্লেন' নামের কমেডি শো'এর জন্যই বেশি পরিচিত হন৷ গ্রেভস ১৩০টি ছবি এবং টেলিভিশন শোতে অভিনয় করেন৷ জনপ্রিয় টিভি সিরিয়াল ‘বায়োগ্রাফি'তেও তাঁকে দেখা গেছে৷৷

১৯৭১ সালে ‘মিশন ইম্পসিবল'এ অভিনয়ের জন্য তিনি গোল্ডেন গ্লোব ৷ ১৯৯৭ সালে টিভি সিরিয়াল ‘বায়োগ্রাফি' তাঁকে এনে দেয় এমি পুরস্কার৷

প্রতিবেদক: আসফারা হক

সম্পাদনা: আব্দুল্লাহ-আল ফারূক