1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সেরা প্রতিবেদন প্রতিযোগিতা

২২ মে ২০১৩

জার্মানির অর্থনৈতিক সহযোগিতা ও উন্নয়ন বিষয়ক মন্ত্রণালয় ও ডয়চে ভেলে যৌথভাবে একটি প্রতিযোগিতার আয়োজন করেছে৷ এর মাধ্যমে মানবাধিকার ও উন্নয়ন বিষয়ে বেতার, টেলিভিশন ও সংবাদপত্রে প্রকাশিত সেরা প্রতিবেদনকে পুরস্কৃত করা হবে৷

https://p.dw.com/p/18bX5
2013.03 GDMA German Development Media Awards

গত বছরের পহেলা জানুয়ারি থেকে এ মাসের শেষ দিন ৩১ তারিখ পর্যন্ত প্রকাশিত বা প্রচারিত প্রতিবেদন প্রতিযোগিতার জন্য বিবেচিত হবে৷ এতে অংশ নেয়ার জন্য ৩১শে মে, অর্থাৎ আর মাত্র নয়দিনের মধ্যেই প্রতিবেদন জমা দিতে হবে৷

প্রতিবেদনগুলো হতে হবে আরবি, চীনা, জার্মান, ইংরেজি, ফরাসি, রুশ অথবা স্প্যানিশ ভাষায়৷ তবে ডয়চে ভেলে থেকে অনুষ্ঠান প্রচারিত হয় এমন কোনো ভাষার প্রতিবেদন হলেও চলবে৷ তবে শর্ত হচ্ছে, তার সঙ্গে প্রতিযোগিতার জন্য নির্বাচিত ভাষাগুলোর যে কোনো একটির অনুবাদ জুড়ে দিতে হবে৷ অর্থাৎ কেউ বাংলা ভাষায় প্রকাশিত প্রতিবেদন জমা দিতে চাইলে তাকে ঐ প্রতিবেদনের ইংরেজি অনুবাদও জমা দিতে হবে৷

আফ্রিকা, এশিয়া, লাতিন অ্যামেরিকা, পূর্ব ইউরোপ ও জার্মানি – এই পাঁচটি অঞ্চলের প্রতিটি থেকে একটি করে প্রতিবেদনকে সেরা হিসেবে বেছে নেয়া হবে৷

প্রত্যেক বিজয়ীকে ২,০০০ ইউরো পুরস্কার দেয়া হবে৷ আগস্টের ১৪ তারিখ বার্লিনে একটি অনুষ্ঠানে বিজয়ীদের হাতে এই অর্থ তুলে দেয়া হবে৷

গত ৩৭ বছর ধরেই এই প্রতিযোগিতার আয়োজন হয়ে আসছে৷ তবে আগে সেটা ছিল শুধু জার্মান সাংবাদিকদের জন্য৷ এবারই প্রথম সেটা সারা বিশ্বের সাংবাদিকদের জন্য উন্মুক্ত করা হয়েছে৷

এ সম্পর্কে বিস্তারিত জানা যাবে এই ওয়েবসাইটে www.GermanMediaAwards.org

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য