1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

মায়া বিশ্বাসের ‘অসম্ভব লড়াই’

শীর্ষ বন্দ্যোপাধ্যায় কলকাতা
১১ জুন ২০১৮

এক অসম্ভব লড়াই চালিয়ে যাচ্ছেন এই মধ্যবিত্ত গৃহবধূ৷ নিজের তিন সন্তানের মধ্যে দুই সন্তানই মানসিক প্রতিবন্ধী৷ মানসিক প্রতিবন্ধকতার বিরুদ্ধে সেই কারণেই লড়াই শুরু৷ একটি গ্যারেজ ঘরে খুলে ফেললেন এই ধরনের প্রতিবন্ধীদের জন্য একটি স্কুল৷

https://p.dw.com/p/2zGTr

চরম আর্থিক দুরবস্থাতেও স্কুল চালিয়ে যাচ্ছেন নিয়মিত৷ তাঁর ছাত্র-ছাত্রীরা এখন সংখ্যায় অনেক বেড়েছে৷ মায়া বিশ্বাস স্বপ্ন দেখেন এদের জন্য একটি ‘হোম’ গড়ে তোলার৷ সাহস আর জেদটাই তাঁর সম্বল৷ বলেন, যতদিন বাঁচবেন, এই প্রতিবন্ধী বাচ্চাদের জন্যই কাজ করে যাবেন৷