1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

মালয়েশিয়ায় দুর্ভোগে প্রায় চার লাখ বাংলাদেশি

২২ ডিসেম্বর ২০১০

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে সংঘর্ষ, অপহৃত জাহাজ উদ্ধারে তৎপরতা, ঢাকায় কার চলাচলে নিয়ন্ত্রণের পরিকল্পনা, প্রথম শ্রেণীতে ভর্তি লটারি, বিডিআর এর নাম পরিবর্তন ও পৌর নির্বাচন নিয়ে খবরই আজ প্রাধান্য পেয়েছে পত্র-পত্রিকাগুলোতে৷

https://p.dw.com/p/zo8y
Malaysia, landmark, KL Tower, Kuala Lumpur, বাংলাদেশ, অভিবাসী, কর্মী, শ্রমিক, মালয়েশিয়া, গণমাধ্যম, পত্রিকা, প্রথম আলো, সমকাল, বিডিনিউজ, খবর, সংবাদ, News, Bangladesh, Migration, Workers, Dhaka, reports, Prothom Alo, Daily Star, BDNews
উচ্চাশা পূরণে এই মালয়েশিয়ায় পাড়ি জমিয়ে বিপাকে পড়ছেন বাংলাদেশি কর্মীরাছবি: AP

মালয়েশিয়ায় বৈধ-অবৈধ কাগজপত্রের ফাঁদে পড়ে দুর্ভোগে থাকা বাংলাদেশিদের করুণ চিত্র তুলে ধরেছে দৈনিক প্রথম আলো৷ কুমিল্লা, নওগাঁ, গাজীপুর, ফরিদপুরসহ দেশের বিভিন্ন জেলায় মালয়েশিয়া ফেরত কর্মীদের সাক্ষাৎকার নিয়ে আজ প্রকাশ করেছে অনুসন্ধানী প্রতিবেদন৷ পত্রিকাটি সূচনাতেই তুলে ধরেছে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার ফুলমারী গ্রামের আবদুল মতিনের কষ্টের কথা৷ প্রথম আলোকে তিনি বলেন, ‘বৈধভাবে মালয়েশিয়ায় গিয়েও দুই মাস গোডাউনে বন্দী ছিলাম৷ কাজ পাইনি৷ বৈধ কাগজপত্র না থাকায় একদিন অভিবাসন পুলিশ এসে জেলে নিয়ে যায়৷ একদিন হাত-পা বেঁধে কোমরে প্রচণ্ড জোরে বেত্রাঘাত দিলে সংজ্ঞাহীন হয়ে পড়ি৷ পরদিন সংজ্ঞা ফিরলে দেখি, শরীরের পেছনের একাংশের মাংস উঠে গেছে৷ চার মাস পর জেল থেকে মুক্তি পাই৷ এখনো কোমর সোজা করতে পারি না৷ অসুস্থ হওয়ায় বউ-পরিবার সবাই আমাকে ছেড়ে চলে গেছে৷' প্রতিবেদনটিতে প্রকাশিত এসব করুণ চিত্র হয়তো বিদেশগামী বাংলাদেশিদের মধ্যে সতর্কতার মাত্রা আরো বাড়াবে বলে আশা করা যায়৷


জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষ

অভ্যন্তরীণ কোন্দল এবং আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের দুইটি গ্রুপের মধ্যে মঙ্গলবার ব্যাপক সংঘর্ষ হয়েছে৷ বোমা বিস্ফোরণ, গোলাগুলি, ইটপাটকেল নিক্ষেপে পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়৷ দৈনিক ইত্তেফাক, জনকণ্ঠ, নিউএইজ, কালেরকণ্ঠসহ সব পত্রিকার প্রথম পাতায় উঠে এসেছে জগন্নাথ ক্যাম্পাসে পুলিশের সামনেই অস্ত্রের মহড়ার ছবিসহ খবরটি৷ এতে বলা হয়েছে, এ সময় ১০/১৫ রাউন্ড গুলি, প্রায় ১৫টি ককটেল এবং ৪টি বোমার বিস্ফোরণ ঘটে বলে জানা গেছে৷ প্রায় তিন ঘণ্টাব্যাপী সংঘর্ষে শতাধিক ছাত্রলীগ নেতাকর্মী, সাংবাদিক আহত হয়েছে৷ ঘটনার তদন্তে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কোষাধ্যক্ষ ড. শওকত জাহাঙ্গীরকে প্রধান করে ১১ সদস্যের একটি কমিটি গঠন করেছে৷ কর্তৃপক্ষ আগামী দুই দিন ক্লাস পরীক্ষা স্থগিত করেছে৷ ক্যাম্পাসে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত ব়্যাব ও পুলিশ সদস্য৷

অপহৃত জাহাজ ও নাবিকদের উদ্ধারে সরকারি প্রচেষ্টা অব্যাহত

জলদস্যুদের হাতে আটক ২৬ বাংলাদেশিকে মুক্ত করে দ্রুত দেশে ফেরত আনাসহ বিদ্যমান সংকট দূর করতে সরকার সব ধরনের চেষ্টা চালাচ্ছে৷ সংশ্লিষ্ট আন্তর্জাতিক সংস্থার সঙ্গে সরকার যোগাযোগ রক্ষা করে চলছে৷ গতকাল মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে একথা বলা হয়েছে৷ দৈনিক সমকাল, কালের কণ্ঠ, জনকণ্ঠ, ডেইলি স্টারসহ প্রায় সব পত্রিকা প্রকাশ করেছে অপহৃত জাহাজ উদ্ধার প্রক্রিয়া নিয়ে হালনাগাদ খবর৷ এতে বলা হয়েছে, বাংলাদেশের জাহাজ এমভি জাহান মনি ছিনতাই হওয়ার পরবর্তী পরিস্থিতি নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সোমবার পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনির সভাপতিত্বে এক বৈঠক অনুষ্ঠিত হয়৷ এতে পররাষ্ট্র সচিব, নৌ মন্ত্রণালয়ের সচিব ও এমভি জাহান মনির মালিক উপস্থিত ছিলেন৷

গ্রন্থনা: হোসাইন আব্দুল হাই

সম্পাদনা: রিয়াজুল ইসলাম