মাল্টিমিডিয়া সম্প্রচার | পাঠক ভাবনা | DW | 18.08.2010
  1. Inhalt
  2. Navigation
  3. Weitere Inhalte
  4. Metanavigation
  5. Suche
  6. Choose from 30 Languages

পাঠক ভাবনা

মাল্টিমিডিয়া সম্প্রচার

ডয়চে ভেলে তার গুণগত মান অনুযায়ী বিশ্বের সেরা মাল্টিমিডিয়া সম্প্রচার কেন্দ্র হিসাবে শীর্ষে অবস্থান করছে৷ মাল্টিমিডিয়ার যুগে পৃথিবী এখন ছোট হয়ে এসেছে৷ বিজ্ঞানের আর্শিবাদে এক নিমিষে ....

গোটা পৃথিবী পরিভ্রমণ করা সম্ভব৷ একবিংশ শতাব্দীতে এসে মানুষ কোথায় পৌঁছেছে এবং এর পর কোথায় পৌঁছাবে ? সেটাই ভাববার বিষয়! আমরা যদি আগামীকালের খবর ডয়চে ভেলের মাধ্যমে আজকে পাই, তাহলে এর চেয়ে ভালো আর কি হতে পারে? যেসব খবর আমরা দু’দিন আগেই ডয়চে ভেলে রেডিও এবং ওয়েবসাইট থেকে জেনে থাকি সেই সব খবর বাংলাদেশের পত্রপত্রিকায় দুই তিন দিন পরে দেখা যায়৷ ডয়চে ভেলে তার গুণগত মান অনুযায়ী বিশ্বের সেরা মাল্টিমিডিয়া সম্প্রচার কেন্দ্র হিসাবে শীর্ষে অবস্থান করছে৷ মোখলেসুর রহমান, কুষ্টিয়া, বাংলাদেশ৷

রেডিওতে আপনাদের নানা আয়োজন আমাকে মুগ্ধ করছে আর ওয়েবসাইটে আরো বিস্তারিত দেখে ভালো লাগছে, ধন্যবাদ৷ প্রদীপ কুমার ঘোষ, বাংলাদেশ৷

ডয়চে ভেলের অনুষ্ঠান আর আপনাদের কথা আমার খুব ভালো লাগে৷ মোঃ তারিফুল ইসলাম, কাউনিয়া, রংপুর, বাংলাদেশ৷

ডয়চে ভেলের নিউজ লেটার পেলাম, খুব আনন্দ হচ্ছে৷ দারুণ হয়েছে নিউজ লেটার, ভবিষ্যতেও পেতে চাই৷ অমর নাথ ও রুমা দাস, গোপাল নগর, বর্ধমান, ভারত৷

চিঠিতে সত্যিকারের মনের ভাব ফুটিয়ে তোলা সম্ভব তা কিন্তু এসএমএস বা ভয়েসমেইলে সম্ভব নয়৷ মনের মাধুরী দিয়ে আমরা চিঠি লিখি৷ চিঠিতে অনুরোধ, প্রশংসা, সমালোচনা, বিভিন্ন প্রস্তাব দিয়ে ভরপুর থাকে৷ সেই চিঠির গুরুত্ব কমিয়ে দিলেন ? অনুষ্ঠানে পুনঃপ্রচার ভালো লাগছেনা৷ নতুন নতুন পরিবেশনা উপহার চাই৷ তুষার রায় রনি, জার্মান বেতার শ্রোতাসংঘ, কচুয়া, বাগেরহাট, বাংলাদেশ৷

বাংলাদেশ প্রসঙ্গ, পাকিস্তান প্রসঙ্গ,ইসরায়েল প্রসঙ্গ, জার্মান গ্রুপের গান এবং মুম্বই-জাহাজ দুর্ঘটনা নিয়ে গতরাতের অনুষ্ঠান ছিলো একেবারে তরতাজা৷ ফিচার পর্বে প্যারাগুয়ে সোয়াবিন নিয়ে এবং হানোফার বিশ্ববিদ্যালয় নিয়ে ক্যাম্পাস ছিলো অসাধারণ৷ ডা. সিদ্ধার্থ সরকার, জিয়াগঞ্জ, মুর্শিদাবাদ, ভারত৷

আপনাদের প্রতিদিনের বিশ্ব সংবাদ খুবই তরতাজা এবং বস্তুনিষ্ঠ৷ সংবাদ এবং চলমান বিশ্ব পরিস্থিতি নিয়ে সাক্ষাৎকার , প্রতিবেদন এবং স্টুডিও আলোচনা  সবকিছুই  আমাদের সব সময় জাগ্রত রাখে-যা অন্য কোনো বেতার থেকে কল্পনা করা একটু আশাতীত ৷ সাপ্তাহিক ম্যাগাজিন অনুষ্ঠানগুলোর তো তুলনায় হয় না৷ সপ্তাহে দুবার ইনবক্স, বিজ্ঞান ডটকম , ক্যাম্পাস, সুরের ভুবন, মোনালিসা , সবুজ পৃথিবী, হেল্থ লাইন, এই প্রজন্ম,পশ্চিমের জানালা , নন্দন ইত্যাদি পরিবেশনা এক কথায় বলতে গেলে অনবদ্য এবং অত্যন্ত উচ্চমানের ৷ আমরা যেমন মনোযোগ দিয়ে শুনি তেমনি আপনাদের ওয়েব সাইট এর প্রতিটি অংশ , প্রতিটি প্রতিবেদন , ছবি আমরা দেখি ও উপভোগ করি৷ আপনাদের ধন্যবাদ জানাই সার্থক অনুষ্ঠান ও ওয়েব সাইটের জন্য৷ ভালো থাকবেন৷ মহ: হাফিজুর রহমান, চুপি , পূর্বস্থলী . বর্ধমান , ভারত৷