1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
পরিবেশতুরস্ক

মার-মারায় কমছে মাছ, বাড়ছে উদ্বেগ

১১ আগস্ট ২০২১

একদিকে, জলবায়ু পরিবর্তন, অন্যদিকে লাগামহীন জঞ্জাল৷ এসবের কারণে তুরস্কের মার-মারা সাগরে মাছের পরিমাণ কমে চলেছে৷ কৃষ্ণ সাগর ও ভূমধ্যসাগরের সঙ্গে যুক্ত এই সাগর প্রায় হ্রদের মতো৷ প্রায় ৫০ বছর ধরে আড়াই কোটি মানুষের বর্জ্য সেখানে গিয়ে পড়ছে৷ ভয়াবহ দূষণের মাত্রা কমাতে সরকার দ্রুত ‘মারমারা অ্যাকশন প্ল্যান’ শুরু করেছে৷

https://p.dw.com/p/3yqHp