1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

মারাদোনা ইলেভেনের কাছে পরাজিত জার্মানি

৪ মার্চ ২০১০

মারাদোনার কোচিং-এ আর্জেন্টিনার এখন বেশ সুদিন৷ মনোবলও উঠে গেল তুঙ্গে৷ কারণ, মিউনিখের প্রীতি ম্যাচে ১-০ হেরে গেল বালাকের জার্মানি৷ গোটা খেলাটাতেই স্বচ্ছন্দ ছিল আর্জেন্টিনা দল৷

https://p.dw.com/p/MJ7T
জার্মান গোলকিপার রেনে বল ছেড়ে দিয়েছেন, গোল করার ঠিক আগের মুহূর্তে আর্জেন্টিনার হিগুয়াইনছবি: AP

বিশ্বকাপের ‘কাউন্টডাউন হ্যাজ বিগান'৷ একশোদিনও সময় বাকি নেই৷ আস্তে আস্তে বাড়ছে বিশ্বকাপ জ্বরের পারদ৷ এদিকে ওদিকে শক্তিপরীক্ষার পালা চলছে৷ যেমন মিউনিখে বুধবার ছিল জার্মান জাতীয় দলের সঙ্গে আর্জেন্টিনার জাতীয় দলের শক্তিপরীক্ষা৷ প্রীতি ম্যাচের এই পরীক্ষায় মারাদোনার আর্জেন্টিনা এক শূণ্য গোলে হারাল বালাকের জার্মানিকে৷

খেলার ২৩ মিনিটের মাথায় ফিলিপ লাম একটা চমত্কার সম্ভাবনা তৈরি করেছিলেন৷ কিন্তু, সেটা ব্যর্থ হয়ে যায়৷ শটে জোর ছিল, কানা ঘেঁষে ওপরে ওঠা সেই শটকে শেষ মুহূর্তে ঠেকিয়ে দেন আর্জেন্টিনার গোলকিপার৷ এরপর থেকেই অতিথিদেরকে বেশি শক্তিশালী দেখাতে থাকে কালো পোষাক পরা জার্মান দলের তুলনায়৷ হাফটাইমের ঠিক আগে জার্মান জাতীয় দলে বায়ার্ন থেকে আসা নতুন গোলকিপার রেনে আডলার একটা বল ফসকান৷ স্প্রিন্ট করে বলটাকে রেনে মাঠের যেখানে ফেলেন ঠিক সেখানেই চিতাবাঘের অপেক্ষায় ছিলেন আর্জেন্টিনার তরুণ তারকা হিগুয়াইন৷ অনভিজ্ঞ রেনেকে কাটিয়ে সামান্য ট্যাপে বল ঠেলে দেন তিনি জার্মানির গোলে৷

Fußball Deutschland Argentinien München
গোল হয়ে যাওয়ার পর আর্জেন্টিনার কোচ মারাদোনার আনন্দছবি: AP

এই গোল আর শোধ করা হয়ে ওঠেনি৷ ফলাফল শেষ অবধি থেকে যায় ১-০৷ দ্বিতীয়ার্দ্ধের পরেই গোটা মাঠ সোল্লাসে চেঁচিয়ে ওঠে যখন মাঠের বাইরে যাওয়া একটা বল ধরে নিয়ে ট্র্যাপ করতে থাকেন ফুটবলের রাজপুত্র দিয়েগো মারাদোনা৷ এখনও তাঁর পায়ে যে চুম্বক রয়েছে তার নমুনা বুঝতে এক মুহূর্তই যথেষ্ট বলে মনে হয়েছে মাঠে হাজির সকলেরই৷

প্রতিবেদন- সুপ্রিয় বন্দ্যোপাধ্যায়

সম্পাদনা - আরাফাতুল ইসলাম