1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

পানি সংকটে বিশ্বের এক-চতুর্থাংশ মানুষ

৬ আগস্ট ২০১৯

১৭ দেশে বসবাসকারী বিশ্বের মোট জনসংখ্যার এক-চতুর্থাংশ মারাত্মক পানির সংকটে ভুগছে বলে এক প্রতিবেদনে উঠে এসেছে৷

https://p.dw.com/p/3NPIx
Global Ideas Indien Wasserknappheit in Chennai
ছবি: Getty Images/AFP/A. Sankar

আটলাস সাগরের জলীয় জলের ঝুঁকি পর্যালোচনা করে মঙ্গলবার পানির সংকট, খরা ও বন্যার ঝুঁকি সংক্রান্ত এই প্রতিবেদন প্রকাশ করে৷

ডব্লিউআরআই বলছে, কাতার, ইসরাইল, লেবানন, ইরান, জর্ডান, লিবিয়া, কুয়েত, সৌদি আরব, ইরিত্রিয়া, সংযুক্ত আরব আমিরাত, সান মেরিনো, বাহরাইন, ভারত, পাকিস্তান, তুর্কমেনিস্তান, ওমান এবং বসনিয়ায় মারাত্মক পানি সংকট রয়েছে৷

‘‘এসব দেশে কৃষি, শিল্প এবং পৌরসভাগুলোতে বছরে ভুগর্ভস্থ এবং ভূউপরিভাগের ৮০ শতাংশ পানি ব্যবহার করে৷ শুষ্ক মৌসুমে পানি সরবারহের চাহিদা বেড়ে যায়, জলবায়ু পরিবর্তনের কারণে এটা বেড়েই চলছে৷ এতে করে ভয়ানক পরিণতি হতে পারে৷ কেপ টাউন, সাও পাওলো এবং চেন্নাইয়ে সম্প্রতি এ ধরনের সমস্যা হয়েছে৷''

ডব্লিউআরআই এর সিইও অ্যান্ড্রু স্টিয়ার বলেছেন, ‘‘পানির সমস্যা সব থেকে বড় সমস্যা হলেও কেউ এনিয়ে কথা বলছে না৷ খাদ্য নিরাপত্তাহীনতা, সংঘাত ও অভিবাসন এবং আর্থিক মন্দায়ও এর প্রভাব নজরে রয়েছে।"

এছাড়া বিশ্বের আরো ১৭টি দেশে পানির সংকট রয়েছে বলে প্রতিবদনে বলা হয়েছে৷

পানি নিয়ে সব থেকে বেশি সমস্যা আছে মধ্যপ্রাচ্য এবং উত্তর আফ্রিকার ১২টি দেশ৷ এর পরেই ১৩তম অবস্থানে রয়েছে ভারত৷ পানির সমস্যায় থাকা অন্য ১৬টি দেশের থেকে ভারতের জনসংখ্যা তিন গুণ বেশি৷

ভারতের সাবেক জলসচিব শশী শেখর বলেছেন, ‘‘চেন্নাইয়ের সাম্প্রতিক পানির সংকট বিশ্বব্যাপী দৃষ্টি আকর্ষণ করেছে, তবে ভারতের বিভিন্ন অঞ্চল দীর্ঘস্থায়ী পানি সংকটের মুখোমুখি হচ্ছে আর এই তথ্যটি এ বিষয়ে ঝুঁকি চিহ্নিত করে সেটিকে অগ্রাধিকার দিতে সহায়তা করতে পারে৷''

যেসব দেশে পানির সমস্যা কম রয়েছে সেখানকার ছোট অঞ্চলেও ভয়ানকভাবে এ সমস্যা হতে পারে বলে প্রতিবেদনে বলা হয়েছে৷ পানি নিয়ে সংকটে রয়েছে সেই তালিকায় যুক্তরাষ্ট্রের অবস্থান ৭১তম৷  সংযুক্ত আরব আমিরাতের মত যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকো রাজ্যে পানির সমস্যা রয়েছে৷

চেজ ভিন্টার/এসআই

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য