1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

‘‘মানুষ কীভাবে মানুষের সঙ্গে এমন আচরণ করে!''

১৫ মে ২০১৫

আন্দামান সাগরে মন পড়ে আছে অনেকের৷ অনেকে আবার অসহায় রোহিঙ্গা এবং বাংলাদেশি মানুষদের বাঁচানোর আহ্বান জানাচ্ছেন৷ সামাজিক যোগাযোগের মাধ্যম টুইটারেও অজস্র লেখা৷ শঙ্কা প্রকাশ করে দ্রুত সংকট নিরসনের আহ্বান জানিয়েছেন তাঁরা৷

https://p.dw.com/p/1FQCT
Rohingya flüchten nach Indonesien
(ফাইল ফটো)ছবি: picture-alliance/AP Photo/S. Yulinnas

মানবাধিকার সংস্থাগুলোর ধারণা, এ মুহূর্তে আন্দামান সাগরে ভেসে বেড়াচ্ছেন অন্তত ৮ হাজার রোহিঙ্গা ও বাংলাদেশি৷ শুক্রবার ৭৫৯ জনকে ইন্দোনেশিয়ায় উদ্ধার করা হয়েছে৷ রোহিঙ্গা এবং বাংলাদেশিদের অসহায়ত্ব দেখে টুইটারে একজন প্রশ্ন করেছেন, ‘‘মালয়েশিয়া, মানবতার প্রতি আস্থা কোথায় গেল?''

আরেকজন জানতে চেয়েছেন, ‘‘মানুষ কীভাবে মানুষের সঙ্গে এমন খারাপ আচরণ করে!''

অন্য একজন মনে করছেন, ‘‘ভাসমান গণকবর হতে চলেছে আন্দামান সাগর৷''

অপর একজন পুরো বিষয়টির দিকে নজর রাখছেন৷ ওদিকে রোহিঙ্গা এবং বাংলাদেশি অভিবাসনপ্রত্যাশীদের নিয়ে ঘণীভূত সংকট নিরসনের জন্য আলোচনার প্রস্তাব দিয়েছে থাইল্যান্ড৷ এ খবরটিও দিয়েছেন তিনি৷

বার্তা সংস্থা এএফপি-র কিছু ছবি দিয়েছেন একজন৷

এছাড়া মালয়েশিয়ার সব মানুষকে একতাবদ্ধ হয়ে রাজনীতিবিদদের ওপর চাপ প্রয়োগের আহ্বানও এসেছে৷

এ মুহূর্তে রোহিঙ্গাদের জন্য সবচেয়ে বেশি দরকার মনোবল৷ আর তাঁদের প্রতি তা ধরে রাখার আহ্বান জানাতে গিয়ে একজন লিখেছেন, ‘‘রোহিঙ্গা, মানবতাবোধের প্রতি আস্থা হারালে চলবে না৷ আমরা যদি নিজেদের সত্যি মানুষ ভাবি, তাহলে আমাদের মানবিক আচরণ করতেই হবে৷''

সংকলন: আশীষ চক্রবর্ত্তী

সম্পাদনা: দেবারতি গুহ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য