1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

মানবসম্পদ সূচক এবং ‘দক্ষ’ বাংলাদেশ

১১ অক্টোবর ২০১৮

বিশ্বব্যাংকের নতুন ধারণার ‘মানবসম্পদ সূচকে’ বাংলাদেশ এগিয়ে আছে ভারত ও পাকিস্তানের চেয়ে৷ শিক্ষা ও স্বাস্থ্য খাতে উন্নয়ন বাংলাদেশকে এই অগ্রগতি দিয়েছে৷ তবে বিশ্বের বিবেচনায় আরো অনেক দূর যেতে হবে বলে মনে করেন বিশ্লেষকরা৷

https://p.dw.com/p/36MPD
ছবি: DW

বিশ্বব্যাংকের নতুন এই সূচক অনুযায়ী, দক্ষিণ এশিয়ার  দেশগুলোর মধ্যে শ্রীলঙ্কা ও নেপাল ছাড়া আর সব দেশের চেয়ে বাংলাদেশের অবস্থান উপরে৷

বিশ্বব্যাংকের ১৫৭টি সদস্য রাষ্ট্রের ওপর জরিপ করে এই তালিকাটি করা হয়েছে৷ এতে স্বাস্থ্য, শিক্ষা, দক্ষতা ও বেঁচে থাকার অন্য বিষয়গুলোকে বিবেচনায় নেয়া হয়েছে৷ এর মাধ্যমে জন্ম নেওয়া একজন শিশু বড় হয়ে কর্মক্ষেত্রে উৎপাদনশীল হওয়ার সম্ভাবনা কতভাগ তাই দিয়ে সূচকটি তৈরি করা হয়েছে৷ বিশ্বব্যাংক সিঙ্গাপুর তালিকার শীর্ষে রয়েছে৷ এরপর দক্ষিণ কোরিয়া, জাপান ও হংকং৷ আর তালিকার সবশেষে আফ্রিকার দেশ চাড ও দক্ষিণ সুদান৷ ইন্দোনেশিয়ার বালিতে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের বার্ষিক বৈঠকে এই প্রতিবেদন প্রকাশ করে বিশ্বব্যাংক৷

বাংলাদেশে জন্ম নেওয়া একজন শিশু বড় হয়ে কর্মক্ষেত্রে উৎপাদনশীল হওয়ার সম্ভাবনা ৪৮ শতাংশ৷ ভারতে এই হার ৪৪ শতাংশ আর পাকিস্তানে ৩৯ শতাংশ৷ শ্রীলঙ্কা ও নেপালে এই হার ৫৮ ও ৪৯ শতাংশ৷

বাংলাদেশে ১০০ জনের মধ্যে ৯৭ জন শিশুই ৫ বছর পর্যন্ত বেঁচে থাকে৷ ভারত ও পাকিস্তানে এই হার  ৯৬ ও ৯৩ শতাংশ৷ শ্রীলঙ্কায় ৯৯৷ বাংলাদেশে চার বছর বয়সি শিশু স্কুল শুরু করলে ১৮ বছর হওয়ার আগে স্কুলজীবনের ১১ বছর শেষ করতে পারে৷ ভারতে শেষ হয় ১০ দশমিক ২ বছর৷ পাকিস্তানে ৮ দশমিক ৮ বছর৷ শ্রীলঙ্কায় ১৩ বছর৷

মানবসম্পদ সূচকে বাংলাদেশের নারীরা পুরুষের চেয়ে এগিয়ে৷ প্রাপ্তবয়স্কদের বেঁচে থাকার হার বাংলাদেশ ৮৭ শতাংশ৷ ১৫ বছর বয়সিদের মধ্যে ৮৭ শতাংশই ৬০ বছর পর্যন্ত বেঁচে থাকেন৷ ৬৪ শতাংশ শিশুই স্বাভাবিকভাবে বেড়ে ওঠে৷

প্রতিবেদনে বলা হয়, এখন জন্ম নেয়া বিশ্বের ৫৬ শতাংশ শিশু কর্মক্ষেত্রে তাদের পূর্ণ বিকাশ ঘটাতে পারবে না৷ আর এজন্য সংশ্লিষ্ট দেশের সরকারই দায়ী৷ স্বাস্থ্য, শিক্ষাসহ অন্যান্য প্রয়োজনীয় ক্ষেত্রে তাদের পর্যাপ্ত বরাদ্দ নেই৷

বিশ্ব ব্যাংকের প্রেসিডেন্ট জিম ইয়ং কিম বলেন, ‘‘এই তালিকার মাধ্যমে বিভিন্ন দেশের সরকার প্রয়োজনীয় খাতে বরাদ্দ বাড়ানোর ব্যাপারে উৎসাহী হয়ে উঠবে৷ এটা নিয়ে বিতর্ক হতে পারে৷ তবে কোথায় বরাদ্দ বাড়ানো দরকার সে তথ্য প্রকাশ করা দরকার৷ বিশ্বনেতাদের দৃষ্টি আকর্ষণের জন্যই আমরা এটা করেছি৷ কারণ, এর সঙ্গে উৎপাদন হার, অর্থনৈতিক প্রবৃদ্ধি জড়িত৷’’

শিক্ষা এবং স্বাস্থ্য খাতে বাংলাদেশের অগ্রগতি অনেক বেশি: ড. আহমেদ

বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান (বিআইডিএস)-এর অর্থনীতিবিদ ড. নাজনীন আহমেদ ডয়চে ভেলেকে বলেন, ‘‘শিক্ষা এবং স্বাস্থ্য খাতে বাংলাদেশের অগ্রগতি অনেক বেশি৷ আমরা ইউনিভার্সাল এডুকেশন যেভাবে বাড়িয়েছি এবং স্বাস্থ্যবার মান যেভাবে বাড়ছে তার প্রতিফলন হয়েছে এই সূচকে৷ আমাদের গড় আয়ু নারী-পুরুষ উভয়ের বেড়েছে৷ আমাদের মাথাপিছু আয় খুব বাড়ছে৷ এটা এখন সাড়ে ১৭শ' ডলারে উন্নীত হয়েছে৷ শিক্ষার হার বেড়েছে৷ মানব সম্পদ উন্নয়ন সূচকে যে বিষয়গুলো বিবেচনায় নেয়া হয়, সবগুলোতে আমাদের অগ্রগতি হচ্ছে৷’’

তিনি বলেন, ‘‘ভারতের চেয়ে আমরা যে সবক্ষেত্রে ভালো করছি, তা নয়৷ আমরা দ্রুত গ্যাপগুলো কমিয়ে আনছি৷ পাকিস্তানের চেয়ে সব বিচেনায়ই আমরা ভালো করছি৷ তবে বিশ্বের সবদেশের সঙ্গে তুলনা করলে আমাদের অবস্থান এখনো নিচের দিকেই আছে৷ মধ্যম মানের দেশগুলোর মধ্যে আমাদের অবস্থা ভালো৷ তাই পাকিস্তানের চেয়ে ভালো আছি সেই চিন্তা করলে হবে না৷ আমরা যেহেতু উন্নয়নশীল দেশ হতে যাচ্ছি৷ মানব সম্পদ উন্নয়নেও আমরা বিশ্বের শীর্ষ দেশগুলোর কাতারে যাবো সেই লক্ষ্যেই আমাদের কাজ করতে হবে৷’’

পাকিস্তান, ভারতের চেয়ে এগিয়ে থাকলেও বাংলাদেশ আদর্শ অবস্থা থেকে দূরে অবস্থান করছে: ড. মোয়াজ্জেম

আর সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)'র অর্থনীতিবিদ ড. খন্দকার গোলাম মেয়াজ্জেম ডয়চে ভেলেকে বলেন, ‘‘বিশ্বব্যাংকের এটা নতুন সূচক৷ এখানে বৈশ্বিক দক্ষতাকে গুরুত্ব দেয়ার জন্য শিক্ষা, স্বাস্থ্যতে গুরুত্ব দিয়ে এই সূচক তৈরি করা হয়েছে৷ বাংলাদেশের শিক্ষা ও স্বাস্থ্য খাতে বাংলাদেশ যে সম্মিলিত প্রচেষ্টায় যে এগিয়ে যাচ্ছে তা এই সূচক প্রমাণ করে৷ আয় বৃদ্ধির কারণে শিক্ষা ও স্বাস্থ্য খাতে তা বিনিয়োগ হচ্ছে৷’

তিনি বলেন, ‘‘পাকিস্তান ভারতের চেয়ে এগিয়ে থাকলেও বাংলাদেশ আদর্শ অবস্থা থেকে দূরে অবস্থান করছে৷ তবে আমাদের অনেক দূরবর্তী লক্ষ্যে যাওয়ার সুযোগ আছে৷ বেসিক এডুকেশন বা অ্যাডভান্স  স্কিল এডুকেশনে আমাদের আরো অনেক বিনিয়োগ করতে হবে৷ সেটা কিন্তু বিশ্বব্যাংকের প্রতিবেদনেই বলা আছে৷ আমাদের সার্বিকভাবে দক্ষতা বাড়াতে হবে৷ তাহলেই মানব সম্পদ সূচকে আরো অগ্রগতি হবে৷’’

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য