মাদার টেরেসা | পাঠক ভাবনা | DW | 09.08.2010
  1. Inhalt
  2. Navigation
  3. Weitere Inhalte
  4. Metanavigation
  5. Suche
  6. Choose from 30 Languages

পাঠক ভাবনা

মাদার টেরেসা

বর্তমানে আপনাদের বাংলা অনুষ্ঠানের সংবাদ নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ৷ এবং নানা ধরণের ....

সাপ্তাহিক ম্যাগাজিন অনুষ্ঠান মালা দিয়ে সাজানো৷ যা শুনে আমরা যেমন সঠিক বিশ্ব পরিস্থিতির আপ টু ডেট খবর পাচ্ছি, তেমনি অনেক অজানা বিষয় জানতে পেরে ভীষণ ভাবে উপকৃত হচ্ছি৷ আপনাদের অসাধারণ ওয়েব সাইট নিয়মিত দেখছি৷ ক্লাবের সবাই মিলে একসঙ্গে আমরা উপভোগ করি ডয়চে ভেলের বাংলা ওয়েব সাইট৷ বিজ্ঞান ও প্রযুক্তি, সমাজ জীবন, খেলাধুলার পাতা, চলতি ঘটনা, সংস্কৃতি ও বিনোদন, জার্মানির শিক্ষা ব্যবস্থা ইত্যাদির ছবি সহ প্রতিবেদন দারুণ আকর্ষণীয়৷ তরতাজা সংবাদসহ পুরো পরিবেশনা দারুণ ভাবে উপভোগ করি৷ ধন্যবাদ৷ ভালো থাকবেন, হাফিজুর রহমান, চুপী, পূর্বস্থলী, বর্ধমান, পশ্চিম বঙ্গ, ভারত৷

বেলকা, সুন্দরগঞ্জ, গাইবান্ধা, বাংলাদেশ থেকে আমি মোঃ আশরাফুল ইসলাম৷ আমি ডয়চে ভেলের নতুন শ্রোতা৷ আমি দুই সপ্তাহ যাবত আপনাদের অনুষ্ঠান শুনছি৷ খুব ভালো লাগছে৷ কিন্তু আমার বাড়ির আঙিনায় শুধু একটি জায়গা ছাড়া ঘরের ভিতর কিংবা অন্য কোন স্হানে রেডিও নিয়ে গেলে বাতাসের মত শোঁ শোঁ শব্দ করে এবং আপনাদের কথা কিছুই শোনা যায়না৷

ডয়চে ভেলের অনুষ্ঠান আগের চেয়ে অনেক ভাল লাগে৷ সব সময় শুনতে পাই তাজা খবর৷ তাই জানাই ধন্যবাদ, মোঃ শহিদুল ইসলাম খোকন, নেএকোনা, বাংলাদেশ৷

সুপ্রিয় বন্ধুরা, গতকাল সকালের অধিবেশনে বাংলাদেশের একগুচ্ছ তাজা খবর, কিউবার প্রেসিডেন্ট ফিদেল ক্যাস্ট্রর ভাষণের ওপর রিপোর্ট, মাদার টেরেসার শতবর্ষ উদযাপনের ওপর রিপোর্ট এবং সন্ধ্যা মুখোপাধ্যায়ের গাওয়া ‘‘কি মিষ্টি দেখ মিষ্টি এ সকাল’’ গানটি শুনে আমরা দারুণ খুশি হয়েছি৷ বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রী ড. দিপু মণি বলেছেন ভারতের দেয়া ১০০ কোটি ডলার ঋণ তাঁর সরকারের ইচ্ছায় ব্যয় হবে৷ দেখা যাক ড. দিপু মণির সরকার রেল ও সড়ক পথের কতটুকু উন্নয়ন করেন ?

এসব উপহার দেওয়ার জন্য ডয়চে ভেলেকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি৷ আমি আপনাদের গোটা ওয়েবসাইট ভিজিট করি৷ ওয়েব সাইটের প্রত্যেকটি বিভাগ এক কথায় অপূর্ব ! ইমেলের ফিডব্যাক দেওয়ার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি৷ চালিয়ে যান -আমরা আছি আপনাদের সাথে৷ শুভেচ্ছান্তে, মোখলেসুর রহমান, বাংলাদেশ ডি-এক্স ক্লাব ইন্টারন্যাশনাল, খাদিমপুর বাজার, বহলবাড়িয়া, কুষ্টিয়া, বাংলাদেশ৷

ডয়চে ভেলের অনুষ্ঠান উপভোগ করছি৷ অনুষ্ঠান এবং ওয়েবসাইট দুটোই খুবই তথ্যবহুল ও শিক্ষণীয়৷ যার জন্য অনুষ্ঠান শোনা ও ওয়েবসাইট ভিজিট করা থেকে বিরত থাকিনা৷ তবে বর্তমানে শর্টওয়েভের শ্রবণমান তেমন ভালো নয়৷ নতুন অনুষ্ঠান সূচি পাঠাবেন৷ রতন কুমার পাল, দৌলতপুর, দক্ষিণ দিনাজপুর, ভারত৷