1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

মাদক ওভারডোজে অ্যামেরিকায় মৃত এক লাখ

১৮ নভেম্বর ২০২১

অ্যামেরিকায় গাড়ি দুর্ঘটনার চেয়েও বেশি মানুষ মাদকের ওভারডোজে মারা যাচ্ছেন। ভয়াবহ রিপোর্ট পেশ করেছে এক মার্কিন সংস্থা।

https://p.dw.com/p/438Nu
মাদক
ছবি: picture alliance/AP Photo/R. Bowmer

সেন্টার ফর ডিসিস কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি) প্রতি বছরই মাদক সংক্রান্ত বিষয় নিয়ে একটি বাৎসরিক রিপোর্ট পেশ করে। এবারের রিপোর্টে তারা জানিয়েছে, গত এক বছরে মাদক নিয়ে অ্যামেরিকায় মৃত্যু হয়েছে এক লাখ ৩০৬ জনের। মাদকের ওভারডোজের জন্যই তাদের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।

গত বছরের থেকে এবছর প্রায় ২৮ শতাংশ বৃদ্ধি পেয়েছে মৃত্যুর হার। ২০২০ সালে মৃত্যু হয়েছিল ৯৩ হাজার মানুষের। অ্যামেরিকায় মৃত্যুর প্রথম দশটি কারণের মধ্যে এখন অন্যতম মাদকের ওভারডোজ। সিডিসি-র বক্তব্য, নিউমোনিয়া, ফ্লু, গাড়ি দুর্ঘটনা, বন্দুকবাজের গুলিতে মৃত্যুর চেয়ে ড্রাগ ওভারডোজে মৃত্যুর হার বেশি।

কেন হচ্ছে মৃত্যু

সিডিসি-র বক্তব্য, ফেনটানিল বলে একটি রাসয়নিক ইদানীং বিভিন্ন মাদকে ব্যবহার করা হচ্ছে। তার জেরেই মৃত্যু হচ্ছে। ইদানীং হেরোইন জাতীয় মাদকের ব্যবহার কমেছে। ফেনটানিল জাতীয় রাসয়নিক দিয়ে তৈরি মাদক অনেক সস্তায় মিলছে। পার্টি ড্রাগ বলে পরিচিত এই ধরনের মাদক পাওয়াও সহজ, উত্তেজনাও বেশি। আর এই মাদক অতিরিক্ত সেবন করেই মৃত্যু হচ্ছে মানুষের। চীন থেকে এই রাসয়নিক অ্যামেরিকায় ঢুকছে বলে রিপোর্টে উল্লেখ করা হয়েছে।

মার্কিন প্রশাসনের কাছে মাদক এখন একটি বড় সমস্যার কারণ হয়ে দাঁড়িয়েছে। কীভাবে মাদকের ব্যবহার কমানো যায়, তা নিয়ে একাধিক বৈঠক হয়েছে। কিন্তু এখনো পর্যন্ত কোনো সমাধানসূত্রে পৌঁছাতে পারেনি প্রশাসন।

এসজি/জিএইচ (রয়টার্স, এপি)