1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

মহারাষ্ট্রে হাসপাতালে আগুন, ১৩ করোনা রোগীর মৃত্যু

২৩ এপ্রিল ২০২১

মহারাষ্ট্রের বিরারে হাসপাতালে আগুন। আইসিইউতে থাকা ১৩ জন করোনা রোগীর মৃত্যু। দিল্লির হাসপাতালে অক্সিজেনের অভাবে কাজ করছে না ভেন্টিলেটার।

https://p.dw.com/p/3sS3W
বিজয় বল্লভ হাসপাতালের শুক্রবার সকালের ছবিছবি: Francis Mascarenhas/REUTERS

মহারাষ্ট্রে আবার ভয়ংকর ঘটনা। মুম্বই থেকে ৭০ কিলোমিটার দূরে বিরারে বিজয় বল্লভ হাসপাতালে আগুন লেগে যায়। শর্ট সার্কিটের জেরে বৃহস্পতিবার রাত ৩টে নাগাদ এই আগুন লাগে। আগুন প্রথমে লাগে আইসিইউ-তে। সাড়ে পাঁচটা নাগাদ আগুন নেভানো সম্ভব হয়। ততক্ষণে আইসিইউ-তে থাকা ১৩ জন রোগাী মারা গেছেন। একদিন আগেই মহারাষ্ট্রের নাসিকে হাসপাতাল চত্বরে অক্সিজেন ট্যাঙ্কার লিক হয়ে ২২ জন করোনা রোগীর মৃত্যু হয়েছিল। 

তবে ২১ জন সংকটাপন্ন রোগীকে অন্য হাসপাতালে সরিয়ে নেয়া সম্ভব হয়েছে। হাসপাতালে মোট ৯০ জন রোগী ছিলেন। আগুন লাগার পর রোগী ও হাসপাতাল কর্মীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে।

মহারাষ্ট্রের হাসপাতালে আগুন
ছবি: AP/picture alliance

দুই ঘণ্টার অক্সিজেন আছে

দিল্লির গঙ্গারাম হাসপাতালে আর মাত্র দুই ঘণ্টার মতো অক্সিজেন আছে। অবিলম্বে অক্সিজেন পৌঁছে দেয়ার জন্য এসওএস পাঠিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

হাসপাতালের ডিরেক্টর একটি বিবৃতিতে বলেছেন, ''গত ২৪ ঘণ্টায় ২৫ জন অসুস্থ মানুষের মৃত্যু হয়েছে।  আর দুই ঘণ্টা মতো অক্সিজেন আছে। এমারজেন্সি ও আইসিইউ-তে ভেন্টিলেটার ও বাইপ্যাপ ঠিকভাবে কাজ করছে না বলে ম্যানুয়ালি তা করা হচ্ছে। ভয়ংকর সংকট। আরো ৬০ জন অত্যন্ত অসুস্থ মানুষের জীবন বাঁচানো দরকার। তাই অবিলম্বে হস্তক্ষেপ দরকার।''

গঙ্গারামে ৫১০ জন করোনা রোগী আছেন। তার মধ্যে ১৪২ জনের অক্সিজেন দরকার। একদিন আগেও গঙ্গারাম হাসপাতালে অক্সিজেন সংকট দেখা দিয়েছিল। গভীর রাতে দুই বার সেখানে অক্সিজেন পাঠানো হয়। তখনই কর্তৃপক্ষ জানিয়েছিলেন, এতে এক থেকে দুই দিন চলবে।

জিএইচ/এসজি(পিটিআই, এনডিটিভি, নিউজ ১৮)