1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

মহাত্মা গান্ধীর অহিংস নীতিতে উদ্বুদ্ধ জন আব্রাহাম

৪ অক্টোবর ২০১০

মহাত্মা গান্ধীর অহিংস নীতিতে নাকি উদ্বুদ্ধ হয়েছেন বলিউড তারকা জন আব্রাহাম৷ নতুন ছবির প্রচারণায় নেমে তেমনটি জানিয়েছেন বলিউডের এই সুদর্শন তারকা৷

https://p.dw.com/p/PTUG
Indien Bollywood John Abraham
বলিউড তারকা জন আব্রাহামছবি: AP

শনিবার ছিল মহাত্মা গান্ধীর জন্মবার্ষিকী৷ এই উপলক্ষ্যে সেদিন তাঁর লেখা আত্মজীবনী ‘মাই এক্সপেরিমেন্টস উইথ ট্রুথ' বিতরণ করতে একটি বইয়ের দোকানে যান জন আব্রাহাম৷ এসময় ভক্তদের উদ্দেশ্যে আব্রাহামের কথা, আমি গান্ধীজিকে খুব শ্রদ্ধা করি এবং তাঁর অহিংস নীতিতে বিশ্বাস করি৷ আমি নিজেও একজন খুব অহিংস ব্যক্তি, বলেন আব্রাহাম৷

কিন্তু হঠাৎ করেই বইয়ের দোকানে কেন উপস্থিত এই তারকা? উত্তরটা হলো, নিজ ছবির প্রচারণা৷ সামনেই আসছে তাঁর নতুন ছবি ঝুটা হি সাহি৷ আর এই ছবিতে দেখা যাবে নতুন জন আব্রাহামকে, যিনি একটি বইয়ের দোকানের মালিক৷ তাই ছবির চরিত্রে মিল রাখতে গেটআপ মেকাপেও নতুন চেহারায় হাজির হয়েছেন আব্রাহাম৷ চিরাচরিত নায়কসুলভ চেহারার পরিবর্তে সরলতায় ভরা হাসিমুখ ও চোখে গোল্ডরিমের চশমা, যাকে বলে একেবারে সহজ সরল একজন বই বিক্রেতা৷ তাঁর এই নতুন চেহারা নাকি দারুণ পছন্দ হয়েছে বান্ধবী বিপাশা বসুর, জানিয়েছেন জন আব্রাহাম৷

প্রতিবেদন: রিয়াজুল ইসলাম

সম্পাদনা: আরাফাতুল ইসলাম