1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

মহম্মদ রফির নামে অ্যাকাডেমি চালু হবে

১৯ জুলাই ২০১০

মহম্মদ রফি – দক্ষিণ এশিয়ার একাধিক প্রজন্মের কাছে তাঁর সুরেলা কণ্ঠ আজও অমর হয়ে রয়েছে৷ প্রয়াত এই গায়কের স্মরণে তাঁর পুত্র মুম্বই শহরে এক সংগীত অ্যাকাডেমি চালু করতে যাচ্ছেন৷

https://p.dw.com/p/OOny
রফি অ্যাকাডেমিতে আবার জেগে উঠবে অতীতের সুরছবি: AP

আগামী ৩১শে জুলাই মহম্মদ রফির ৩০তম মৃত্যুবার্ষিকী পালিত হবে৷ এদিনই চালু হবে তাঁর নামাঙ্কিত সংগীত অ্যাকাডেমি৷ বলিউড'এর যেসব অভিনেতা, গীতিকার, সুরকার, গায়ক মহম্মদ রফির সঙ্গে কাজ করেছেন, তাঁরা সবাই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বলে আশা করা হচ্ছে৷ প্রয়াত শিল্পীর পুত্র শাহিদ রফি বা ‘রফি জুনিয়র' কেরালার কোজিকোড শহরে একথা জানিয়েছেন৷ ইতিমধ্যেই অবশ্য ভারতের বিভিন্ন প্রান্তে মহম্মদ রফির নামে বেশ কিছু প্রতিষ্ঠান চালু হয়ে গেছে৷ শাহিদ বলেন, এবার সেই সব প্রতিষ্ঠানকে নতুন অ্যাকাডেমিতে নথিভুক্ত করতে হবে৷ সংগীতের প্রচারের পাশাপাশি প্রস্তাবিত এই অ্যাকাডেমিতে অতীতের গায়ক-গায়িকা ও সংগীত-শিল্পীদের সম্মান জানানো হবে৷

উল্লেখ্য, শাহিদ নিজেও একজন গায়ক৷ তিনি মূলত তাঁর বাবার গাওয়া গান মঞ্চে গেয়ে থাকেন৷

প্রতিবেদন: সঞ্জীব বর্মন
সম্পাদনা: আব্দুল্লাহ আল ফারূক