1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

মসজিদে বিস্ফোরণ: দগ্ধ ৩৭-এর ৩৪ জনেরই মৃত্যু

২২ সেপ্টেম্বর ২০২০

নারায়ণগঞ্জের ফতুল্লায় মসজিদে বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়েই চলেছে৷ অগ্নিদগ্ধ আরেকজনের মৃত্যু হওয়ায় মোট মৃতের সংখ্যা এখন ৩৪৷

https://p.dw.com/p/3iq59
Bangladesh | Gasleitung Explosion in einer Moschee | Angehörige von Opfern
ছবি: Reuters/M. P. Hossain

বাংলাদেশে ডয়চে ভেলের কন্টেন্ট পার্টনার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মো. সিফাত নামের একজনের মৃত্যুর খবর জানিয়েছে৷ শ্বাসনালীসহ শরীরের ২২ শতাংশ পুড়ে যাওয়ায় সিফাতকে আইসিইউতে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল৷ মঙ্গলবার সকালে তিনি মারা যান৷

গত ৪ সেপ্টেম্বর ফতুল্লার পশ্চিম তল্লা এলাকায় বায়তুস সালাত জামে মসজিদে বিস্ফোরণে ৩৭ জন দগ্ধ হয়েছিলেন৷ তাদের মধ্যে ৩৪ জনেরই মৃত্যু হলো৷ দগ্ধদের মধ্যে মাত্র একজন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন৷

পটুয়াখালীর মোহাম্মদ কেনান এবং নোয়াখালীর কোম্পানীগঞ্জের মোহাম্মাদ আমজাদ এখনো হাসপাতালে চিকিৎসাধীন৷

৪ সেপ্টেম্বর এশার নামাজের সময় মসজিদটিতে ভয়াবহ এক বিস্ফোরণ ঘটে৷ তিতাস গ্যাসের পাইপলাইনের ফুটো দিয়ে গ্যাস বের হয়ে মসজিদের বদ্ধ ঘরে জমে যাওয়ায় বিস্ফোরণ ঘটে বলে তদন্তে বেরিয়ে এসেছে৷

এসিবি/জেডএইচ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)