1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

মধ্যবর্তী নির্বাচন দিলে তবেই সংসদের অধিবেশনে যোগ দেবে বিএনপি

২০ মে ২০১১

সরকার মধ্যবর্তী নির্বাচনে রাজি হলেই বিএনপি সংসদের আগামী অধিবেশনে যোগ দিতে সম্মত বলে জানিয়েছেন বিরোধী দলীয় চিফ হুইপ৷ সংবিধান সংশোধনে গঠিত বিশেষ কমিটি বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার জন্য অপেক্ষা করছে৷

https://p.dw.com/p/11KF3
সরকার মধ্যবর্তী নির্বাচনে রাজি হলেই শুধুমাত্র বিএনপি অধিবেশনে যোগ দিতে রাজি আছেছবি: Mustafiz Mamun

আর এই কথা বলে জানিয়েছেন কমিটির কো-চেয়ারম্যান সুরঞ্জিত সেনগুপ্ত৷ সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, খালেদা জিয়ার জন্য এখনো দরজা খোলা রয়েছে৷ তিনি এসে মতামত দিতে পারবেন৷ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা উচ্চ আদালতে অবৈধ ঘোষিত হবার পর ভিন্ন পদ্ধতি নিয়ে বিরোধী দলের সহযোগিতা চেয়ে তিনি এ কথা বলেন৷ তবে বিএনপি ও বেগম জিয়া না এলে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা থাকবে কিনা তা সংসদই নির্ধারণ করবে৷

শুক্রবার দুপুরে নিজ বাসভবনে আয়োজিত এক প্রেসব্রিফিংয়ে সুরঞ্জিত সেন এসব কথা বলেন৷ তিনি জানান, সুপ্রিম কোর্ট ত্রয়োদশ সংশোধনী বাতিলের মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকারের একটি মডেল প্রত্যাখ্যান করেছে৷ তাই অন্য একটি মডেল নিয়ে জাতি ভাবতেই পারে৷ তবে বিরোধী দল যদি সংসদে এসে সহযোগিতা করে সংসদই চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বলে জানান তিনি৷ সুরঞ্জিত আরো বলেন, ইতোমধ্যে সপ্তম সংশোধনী বাতিলে আদালতের রায়ের সংক্ষিপ্ত কপি পেয়েছে কমিটি৷ তবে রায়ের পূর্ণাঙ্গ কপি না পাওয়া পর্যন্ত তত্ত্বাবধায়ক সরকার ইস্যু নিয়ে কোনো সুপারিশ করতে পারছেন না তারা৷ সংবিধান সংশোধন বিষয়ে বিশেষ অধিবেশন না হওয়ায় বিরোধী দলকে দায়ী করে সুরঞ্জিত বলেন, এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক৷ বিরোধী দলের অসহযোগিতার কারণেই তা সম্ভব হয়নি৷

Bangladesch Suranjit Sengupta
প্রেসব্রিফিংয়ে সুরঞ্জিত সেন এসব কথা বলেনছবি: Harun Ur Rashid Swapan

স্বাধীন বিচার বিভাগের জন্য পৃথক সচিবালয় প্রতিষ্ঠায় প্রধান বিচারপতির সঙ্গে একমত পোষণ করে সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, অর্থনৈতিক স্বাধীনতা নিশ্চিত করার জন্যই সংসদ সচিবালয়ের মতো বিচার বিভাগের পৃথক সচিবালয় জরুরি৷ অর্থনৈতিক স্বাধীনতা ছাড়া বিচার বিভাগ স্বাধীন হতে পারে না৷ তাই বাজেটে আলাদা বরাদ্দ দিয়েই এই স্বাধীনতা নিশ্চিত করতে হবে৷ আগামী বাজেট অধিবেশনে সংবিধান সংশোধন সংক্রান্ত সুপারিশ পেশ করা হবে বলেও জানান তিনি৷ আগামী রোববার থেকে নবম জাতীয় সংসদের নবম অধিবেশন শুরু হচ্ছে৷

তবে এই অধিবেশনে যাচ্ছে না প্রধান বিরোধীদল বিএনপি৷ সরকার মধ্যবর্তী নির্বাচনে রাজি হলেই শুধুমাত্র বিএনপি যোগ দিতে রাজি আছে বলে জানিয়েছেন বিরোধী দলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক৷

প্রতিবেদন: সমীর কুমার দে, ঢাকা

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক