1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

মধ্যবর্তী নির্বাচন চায় বিএনপি

৩০ এপ্রিল ২০১১

বিরোধী দল বিএনপির এখন লক্ষ্য হল মধ্যবর্তী নির্বাচন আদায় করা৷ আর সরকার মধ্যবর্তী নির্বাচন না দিলে সরকার পতনে ব্যাপক গণ আন্দোলন গড়ে তোলা হবে বলে ডয়চে ভেলেকে জানিয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব আব্দুল্লাহ আল নোমান৷

https://p.dw.com/p/116fB
নয়া পল্টনে বিএনপি কার্যালয় (ফাইল ছবি)ছবি: Mustafiz Mamun

আব্দুল্লাহ আল নোমান জানান, বিনএনপির কেন্দ্রীয় কমিটির বৈঠকে দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে৷ বিএনপি মনে করে, এই সরকার রাষ্ট্র পরিচালনায় পুরোপুরি ব্যর্থতার পরিচয় দিয়েছে৷ বিদ্যুত, গ্যাস, দ্রব্যমূল্য, আইন-শৃঙ্খলাসহ সার্বিক বিষয় নিয়ে দেশের সাধারণ মানুষ ক্ষুব্ধ৷ তাই দেশে বড় ধরনের সংঘাত-সংঘাত সংঘর্ষের আশঙ্কা করছে বিএনপি৷ এই সংঘাত এড়ানোর জন্য মধ্যবর্তী নির্বাচনের বিকল্প নাই৷ তাই সরকারকে অবিলম্বে মধ্যবর্তী নির্বাচন দিতে হবে বলে তার দাবি৷

আব্দুল্লাহ আল নোমান বলেন, সরকার মধ্যর্তী নির্বাচন না দিলে সরকার পতনের আন্দোলনের কোন বিকল্প নাই৷ নোমান জানান, তারা দেশের মানুষকে সঙ্গে নিয়ে সরকার পতনের আন্দোলন গড়ে তুলবেন৷

মধ্যবর্তী নির্বাচন এবং সরকার পতনের আন্দোলনের প্রস্তুতি হিসেবে বিনএপি তৃণমূল পর্যায়ে সংগঠন শক্তিশালী করার কাজ শুরু করছে৷ এজন্য কেন্দ্রীয় নেতারা সারাদেশ সফর শুরু করবেন৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক