1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ভোলা ইস্যুতে বিএনপি’র রাজনৈতিক আন্দোলন

২৬ এপ্রিল ২০১০

ভোলার উপনির্বাচনের পরাজয়কে রাজনৈতিক আন্দোলনে রূপ দিতে চাইছে বিএনপি, তবে কেউ কেউ বলছে ভিন্ন কথা৷ এদিকে, রাজধানীতে অবৈধ রিকশার কারণে যানজট বাড়ছে৷ বিদ্যুৎসংকট নিরসনে সরকারের চেষ্টা চলছে৷

https://p.dw.com/p/N64G
ফাইল ফটোছবি: Mustafiz Mamun

আলোচনায় ভোলার নির্বাচন

সোমবারের পত্রিকাগুলোতে ভোলার নির্বাচনের পর বিএনপির অবস্থান কি হতে পারে তা নিয়ে একাধিক প্রতিবেদন রয়েছে৷ দৈনিক সমকালেন প্রধান শিরোনাম, ‘‘কঠোর আন্দোলনে যাচ্ছে না বিএনপি''৷ পত্রিকাটির দাবি, বিএনপির হাইকমান্ড নির্বাচনে ‘যে ধরনের অপ্রীতিকর ঘটনার' আশঙ্কা করেছিলেন, তা না ঘটায় কিছুটা ‘পিছু' হঠার কৌশল নিয়েছেন তাঁরা৷ তবে নির্বাচন বাতিল ও ‘পক্ষপাতমূলক' আচরণের অভিযোগে প্রধান নির্বাচন কমিশনারসহ দুই কমিশনারের পদত্যাগের দাবিতে সাধারণ প্রতিবাদ কর্মসূচি অব্যাহত রাখবে দলটি৷

জনপ্রিয় দৈনিক প্রথম আলো কিন্তু বলছে ভিন্ন কথা৷ তাদের প্রধান শিরোনাম, ‘‘পরাজয় থেকে রাজনৈতিক সুবিধা নিতে চায় বিএনপি''৷ এই প্রতিবেদনে বলা হয়েছে, কারচুপি ও জোরজবরদস্তির অভিযোগে নির্বাচনের ফল প্রত্যাখ্যান করে এখন কেন্দ্রীয়ভাবে আন্দোলনের কর্মসূচির কথা ভাবছে বিএনপি৷ পর্যবেক্ষকদের উদ্ধৃতি দিয়ে প্রথম আলো লিখেছে, ভোলা-৩ আসনের উপনির্বাচনের পরাজয় থেকে রাজনৈতিক সুবিধা নিতে চায় দলটি৷

দৈনিক কালের কন্ঠ, দৈনিক যুগান্তরসহ আরো কয়েকটি পত্রিকা ভোলার নির্বাচন নিয়ে বিশেষ প্রতিবেদন প্রকাশ করেছে৷

ঢাকার যানজটও রিকশা

দৈনিক ইত্তেফাক বিশেষ প্রতিবেদন করেছে ঢাকার যানজট নিয়ে৷ শিরোনাম, ‘‘ঢাকার রাজপথে অবৈধ রিকশার দাপট''৷ প্রতিদিন ঢাকার রাস্তায় নাকি ৬ থেকে ৮ লাখের মতো রিকশা চলছে৷ নিয়মনীতি ছাড়াই এসব রিকশা বিভিন্ন রাস্তায় ঢুকে পড়ায় যানজট বাড়ছে৷

আসলে রিকশার এই দাপটের নেপথ্যে খানিকটা যুক্তিও আছে৷ প্রথমত, ঢাকার অধিকাংশ ফুটপাথই হাটাঁর অনুপযুক্ত৷ আর দ্বিতীয়ত, বাসগুলোতে মাত্রাতিরিক্ত ভিড় লেগেই থাকে৷ ফলে বাধ্য হয়ে রিকশাই বেছে নেন অনেকেই৷

বিদ্যুৎসংকট

বিডিনিউজটোয়েন্টিফোরডটকম বিদ্যুৎ প্রসঙ্গে নতুন এক খবর দিয়েছে৷ বিদ্যুৎ কেনা নিয়ে ভুটানের সঙ্গে কোন আলোচনা এখনো শুরু করেনি সরকার৷ অথচ গত বছরের নভেম্বরে পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি জানিয়েছিলেন, সরকার জলবিদ্যুৎ কিনতে ভুটানের সঙ্গে আলোচনা শুরু করেছে৷

গ্রন্থনা: আরাফাতুল ইসলাম

সম্পাদনা: সুপ্রিয় বন্দোপাধ্যায়