1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ভুল বানানের সমস্যা সমাধানে এগিয়ে এলো ‘গুগল’

২১ এপ্রিল ২০১০

বহুদিনের অপেক্ষার পর সম্প্রতি, বানান শুদ্ধ করার সুবিধা চালু করেছে ‘গুগল’৷ ফলে এবার, গুগল সার্চ ইঞ্জিনে ভুল বানান দিয়ে কোনো নির্দিষ্ট বিষয় সার্চ করলেও, স্বয়ংক্রিয়ভাবে সঠিক বানানের সার্চ ফলাফলটিই দেখাবে তারা৷

https://p.dw.com/p/N1oa
বিশ্ব বিখ্যাত সার্চ ইঞ্জিন ‘গুগল’ছবি: AP

অবশ্য এর আগেও, স্বল্প পরিসরে এরকম বানান শুদ্ধকরণ সেবা চালু করেছিল ‘গুগল'৷ সে সময়, ব্যবহারকারীরা ভুল বানানে তথ্য সার্চ করলে সঠিক বানানের জন্য ‘সাজেস্ট সার্চ' বার্তা দিত ‘গুগল'৷ কিন্তু এখন আর শুধু পরামর্শ বার্তা নয়, ভুল বানানে শব্দ লেখা হলে একেবারে সঠিক বানানের সার্চ ফলাফলই দেখাবে গুগল৷

শোনা যাচ্ছে ইংরেজি ভাষার সংস্করণ ছাড়াও, আরো ৩১টি ভাষায় চালু করা হচ্ছে এই সেবা৷ তবে এই ৩১টি ভাষার মধ্যে বাংলা ভাষা থাকবে কিনা - সেটা এখনও স্পষ্ট নয়৷

প্রতিবেদক : দেবারতি গুহ

সম্পাদনা : আব্দুল্লাহ আল-ফারূক