1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বিশ্বকাপ কিনুন

৬ জুলাই ২০১৪

ভিয়েতনামের বাত ত্রাং গ্রামে বিশ্বকাপের ছড়াছড়ি৷ মাত্র ৩ ডলারে পাওয়া যাচ্ছে বিশ্বকাপ৷ উচ্চতা ঠিক ৩৬ সেন্টিমিটার, ওজনটা শুধু ফিফা বিশ্বকাপের চেয়ে একটু কম৷

https://p.dw.com/p/1CWFi
Fußball WM 2014 Brasilien Symbolbild Halbfinale Brasilien - Deutschland
ফাইল ফটোছবি: AFP/Getty Images

ভিয়েতনামের রাজধানী হ্যানয় থেকে মাত্র ১৩ কিলোমিটার দূরে বাত ত্রাং গ্রাম৷ সেখানে অনেক মৃৎশিল্পীর বাস৷ মাটি দিয়ে এটা-ওটা বানিয়ে বিক্রি করাই তাঁদের পেশা৷ গ্রামে গেলে এখনো চোখে পড়ে রান্নাঘর আর ফুলের বাগানে কাজে লাগে এমন অনেক জিনিসপত্র৷ কিন্তু বিশ্বকাপ ২০১৪ শুরুর পর রাতারাতি বদলে গেছে গ্রামের চেহারা৷ এখন সেখানে শুধু বিশ্বকাপ আর বিশ্বকাপ৷ রাজধানী থেকে ছুটে আসছে অসংখ্য ব্যবসায়ী৷ সবারই চাই বিশ্বকাপ৷ দাম মাত্র ৩ ডলার!

বুদ্ধিটা প্রথমে এসেছিল ভুয়ং হং নিয়াৎ-এর মাথায়৷ নিজে ফুটবলভক্ত, তাই ভাবলেন বিশ্বকাপ মৌসুমে আর সব কিছুর পাশাপাশি বিশ্বকাপও বিক্রি করা যাক৷ মাটির বদলে ব্যবহার করলেন দালান-কোঠা তৈরিতে ব্যবহার্য প্লাস্টার৷ তা দিয়ে তৈরি করলেন ফিফা বিশ্বকাপের আদলে, ঠিক ৩৬ মিটার উচ্চতার এক ট্রফি৷ ওপরে স্প্রে করা হলো সোনালি রং৷ ব্যস, হয়ে গেল!

বিক্রি এত ভালো হচ্ছিল যে ভুয়ং হং নিয়াৎ-এর দেখাদেখি গ্রামের অন্যরাও নেমে পড়ল বিশ্বকাপ তৈরিতে৷ এ মুহূর্তে মোট ২৪টি পরিবার বিশ্বকাপ তৈরি করে হ্যানয়ের পাইকারি ব্যবসায়ীদের চাহিদা মেটাচ্ছে৷

প্রতিদিন গড়ে ৫০টি ট্রফি তৈরি করেন ভুয়ং হং নিয়াৎ৷ সে হিসেবে দিনে অন্তত দেড়শ ডলার আয় হয় তাঁর৷ ক্রেতারা এই ট্রফি নিয়ে কী করেন? কেউ জানলায় সাজিয়ে রাখেন, কেউ রাখেন টেবিলে, কেউবা শো-কেসে৷ ঘরে একটা বিশ্বকাপ থাকা তো দারুণ ব্যাপার, তাইনা? হোক না নকল!

এসিবি/এসবি (ডিপিএ)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য