1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

...তবে হলো না কোনো শাস্তি

এপিবি/এসিবি১২ ফেব্রুয়ারি ২০১৮

বঙ্গভবনের সামনে দরিদ্র এক কিশোরীকে রাস্তায় ফেলে বেধড়ক পিটিয়েছে পুলিশ৷ সামাজিক যোগাযোগের মাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিওতে এমনটাই দেখা গেছে৷

https://p.dw.com/p/2sVHJ
প্রতীকী ছবিছবি: bdnews24.com

৭ই ফেব্রুয়ারি মো. আতিকুর রহমান ফয়সাল নামে এক পথচারী ৩০ সেকেন্ডের একটি ভিডিও আপলোড করেন ইউটিউবে৷ সেখানে দেখা যায়  সড়ক দ্বীপের কাছে পড়ে থাকা কিশোরীকে একের পর এক চড় মারছেন এবং টেনেহিঁচড়ে অন্যত্র সরানোর চেষ্টা করছেন এক পুলিশ সদস্য৷ মেয়েটি প্রতিরোধের চেষ্টা করছে৷ এক পর্যায়ে তার মাথার এক পাশে ধাক্কা দিয়ে এক দিকে ফেলে দেন ওই পুলিশ সদস্য৷ এ সময় মেয়েটিকে ঘিরে রাখা আরও দুই পুলিশের একজন হ্যাচকা টানে তাকে একদিকে তুলে আনেন৷ কিছুক্ষণ আগেও তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসছিলেন৷

এরপর তাদের সঙ্গে থাকা ট্রাফিক পুলিশের আরেক সদস্য পাশে পড়ে থাকা ব্যাগ মেয়েটির হাতে দিয়ে রাস্তার একপাশে চলে যেতে বলে৷

এক পর্যায়ে মেয়েটি তার ব্যাগ নিয়ে সড়ক বিভাজকের দিকে গেলে সেদিকে নজর দিয়ে ভিডিওধারণকারীর দিকে এগিয়ে যান পুলিশ সদস্যরা৷ তাকে গালিগালাজ করেন এবং কেন ভিডিও করা হচ্ছে তা জানতে চান৷

এই ভিডিওটি ইউটিউবে পোস্ট করার পর সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়ে যায়৷ অনেকেই ভিডিওটি শেয়ার করে অকারণে মেয়েটিকে নির্যাতনের প্রতিবাদ জানিয়ে এর বিচার চেয়েছেন৷ গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার ভিডিওটি তাঁর ফেসবুক পাতায় শেয়ার করেছেন, সেখানে এটি এখন পর্যন্ত দেখা হয়েছে সাড়ে চার লাখেরও বেশি বার৷ শেয়ার হয়েছে প্রায় ২০ হাজার বার৷ মন্তব্যে প্রতেকেই নিন্দা জানিয়েছেন এই ঘটনার৷

কিন্তু এখনও পর্যন্ত এই ঘটনায় কোনো আনুষ্ঠানিক প্রতিবাদ বা বিচারের দাবি ওঠেনি৷ বাংলাদেশে বিচার কি তবে সবার জন্য নয়?

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য