1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ভিএফবি স্টুটগার্ট

২০ আগস্ট ২০১০

ভিএফবি স্টুটগার্ট দলটি নিয়ে এবার বেশ আলোচনা হয়েছে৷ তার কারণ অবশ্য দলের অন্যতম তারকা খেলোয়াড় সামি খেদিরার দলত্যাগ এবং রিয়েল মাদ্রিদে যোগদান৷

https://p.dw.com/p/OsDt
Logo VfB Stuttgart
ছবি: VfB Stuttgart

তার ওপর গোলপোস্টে অনেক দিনের বিশ্বস্ত ইয়েন্স লেম্যানও এবার অবসর নেয়ার কারণে খেলবেন না৷ তাই তুলনামুলক দুর্বল মধ্যমাঠ এবং রক্ষণভাগ নিয়ে বুন্ডেসলিগায় এবার বেশ বড় চ্যালেঞ্জের মুখোমুখি হতে যাচ্ছে লাল সাদা জার্সিরা৷

তবে এরপরও আশা আছে৷ আর এই আশার সবচয়ে বড় কারণ দলের কোচ ক্রিস্টিয়ান গ্রোস৷ ইংলিশ দল টটেনহামের এই সাবেক কোচ গতবার স্টুটগার্টে আসার আগে রেলিগেশনের শংকায় ভুগছিল দলটি৷ কিন্তু এরপরই তারা ঘুরে দাঁড়ায় এবং পয়েন্ট টেবিলের ছয় নাম্বারে জায়গা করে নেয়৷ তার ওপর ক্লাবের নতুন স্পোর্টিং ডিরেক্টর হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে স্টুটগার্টের অনেকদিনের সঙ্গী ফ্রেডি বোবিককে৷ ফলে নতুন কোচ এবং ব্যবস্থাপনা নিয়ে কি করে স্টুটগার্ট সেটা দেখার আশায় রয়েছেন দলের সমর্থকরা৷

সম্ভাব্য মূল একাদশ : গোলরক্ষক - সভেন উলরাইখ, রক্ষণভাগ - ক্রিস্টিয়ান মোলিনারো, ম্যাথিউ ডেলপিয়েরে, সেরদার টাশি, আন্দ্রেয়াস বেক, মধ্যমাঠ - ক্রিস্টিয়ান গেন্টনার, ক্রিস্টিয়ান ট্র্যাশ, টিমো গেবার্ট, এলসন (নতুন খেলোয়াড় ইয়োহান আউদেলেরও খেলার সম্ভাবনা রয়েছে), আক্রমণভাগ - কাকাউ, সিপ্রিয়ান মারিকা৷

তারকা খেলোয়াড় : কাকাউ

সম্ভাব্য ফর্মেশন : ৪-৪-২

কোচ : ক্রিস্টিয়ান গ্রোস

প্রতিবেদন: রিয়াজুল ইসলাম

সম্পাদনা: দেবারতি গুহ