1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ভাষা বৈচিত্র্য রক্ষায় প্রযুক্তির সহায়তা চায় ইউনেস্কো

২০ ফেব্রুয়ারি ২০১১

পৃথিবীর ৬ হাজার ভাষার মধ্যে প্রায় অর্ধেকই এখন হারিয়ে যেতে বসেছে৷ আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রাক্কালে তাই ইউনেস্কো আবারো সাংস্কৃতিক ঐতিহ্য এবং ভাষা বৈচিত্র্যের গুরুত্বের কথা জানালো৷

https://p.dw.com/p/10Khe
আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ঢাকায় শোভাযাত্রাছবি: AP

এই বছর আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের মূল প্রতিপাদ্য হচ্ছে, বিভিন্ন ভাষাকে আরো উৎসাহিত করা এবং ভাষা বৈচিত্র্য রক্ষায় তথ্য প্রযুক্তির ব্যবহার৷ বিশেষ করে নিত্যনতুন বিভিন্ন প্রযুক্তি এক্ষেত্রে বেশ সহায়ক হতে পারে৷

এজন্য ফেসবুক এবং টুইটারের সহায়তা নিচ্ছে ইউনেস্কো৷ ভাষা বৈচিত্র্য রক্ষায় নব প্রযুক্তি কীভাবে সহায়তা করতে পারে, তা জানতে ইন্টারনেট ব্যবহারকারীদের মতামতও চাইছে সংস্থাটি৷ যে কেউ নানা গল্পে, ছবিতে কিংবা মাল্টিমিডিয়া উপস্থাপনায় নিজস্ব ভাষাকে তুলে ধরার সুযোগ পাবেন ইউনেস্কোর এই আয়োজনে৷

এছাড়া, ভাষাকে উৎসাহিত করতে বিশ্বের বিভিন্ন দেশে একাধিক প্রকল্প চালু করেছে ইউনেস্কো৷ চিলির তিনটি স্বদেশজাত ভাষায় শিক্ষা উপকরণ তৈরি করেছে জাতিসংঘের এই সংস্থাটি৷ ব্রাজিলের প্রায় হারিয়ে যাওয়া বিভিন্ন স্বদেশজাত ভাষা এবং সংস্কৃতি রক্ষায় প্রকল্প চালু হয়েছে৷ আফ্রিকার বাটামারিবা সংস্কৃতি রক্ষায় চেষ্টা চলছে৷ টোগোর বারটি স্কুলে ডিট্রামারি নামক একটি হারিয়ে যাওয়া ভাষা শিক্ষার ব্যবস্থা করা হয়েছে৷

বলাবাহুল্য, পৃথিবীর অন্যতম গুরুত্বপূর্ণ ভাষা বাংলাও ইন্টারনেটের মাধ্যমে ছড়িয়ে যাচ্ছে বিশ্বব্যাপী৷ আগামী মাসেই এই ভাষার ইন্টারনেট স্বীকৃতি হিসেবে চালু হচ্ছে ডট বাংলা ডোমেইন৷ ফলে ইন্টারনেট ঠিকানাও লেখা যাবে বাংলায়৷ সামাজিক যোগাযোগের সাইট ফেসবুক আগেই সংস্থাটির ভাষার তালিকায় বাংলা জুড়ে দিয়েছে৷ তাছাড়া ইন্টারনেটে বাংলা ব্লগিং বাড়ছে৷ বিশ্বের দ্বিতীয় বৃহত্তম বাংলা ওয়েবসাইটটি একটি ব্লগ সাইট৷

বাংলা ব্লগকে আরো জনপ্রিয় করতে এগিয়ে এসেছে ডয়চে ভেলে৷ গত বছর ডয়চে ভেলের সেরা ব্লগ প্রতিযোগিতায় যোগ করা হয় বাংলা ভাষাকে৷ এই আয়োজনে বাংলা ব্লগারদের কাছ থেকে আশানুরূপ সাড়া পাওয়া যাচ্ছে৷

উল্লেখ্য, ২০০০ সাল থেকে প্রতি বছরের ২১শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালন করা হচ্ছে৷

প্রতিবেদন: আরাফাতুল ইসলাম

সম্পাদনা: জান্নাতুল ফেরদৌস